মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিদস্যুর কবল থেকে নগরীর চকবাজার কলেজ রোড ও লালচাঁন্দ রোড ব্যবসায়ীদের মুক্তির দাবিতে মানববন্ধন 

চট্টগ্রাম প্রতিনিধি 

চট্টগ্রামের শিক্ষাজোন হিসেবে পরিচিত চকবাজার কলেজ রোড ও লালচাঁন্দ রোডের ব্যবসায়ীদের হয়রানি ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নগরীর চকবাজার গুলজার চত্বরে।
২৯ নভেম্বর শনিবার বেলা এগারোটায়, বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও ফেডারেশনের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন এবং সিনিয়র যুগ্ম সম্পাদক আতাউর রহমান আসাদের যৌথ সঞ্চালনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ী নেতারা বলেন বিগত ২০০৯ সালে মহসিন কলেজ ও চট্টগ্রাম কলেজের জন্য একটি পার্কিং জোন গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
কিন্তু ২০১৩ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক কলেজ রোড সম্প্রসারণ হওয়ার পর চট্টগ্রাম সিটি
কর্পোরেশনের উক্ত প্রকল্পের কাজ অপ্রয়োজনীয় হয়ে পড়ে যা পরবর্তীতে স্থগিত হয়ে যায়।
পরবর্তীতে আমরা দেখতে পাই কর্ণফুলী শীপ বিল্ডার্সের মালিক ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ কর্তৃক হিন্দুদের কিছু দেবত্ত সম্পত্তি ক্রয় করা হয়।
তিনি চকবাজার একটি বহুতল মার্কেট নির্মাণের লক্ষ্যে সিটি কর্পোরেশন কর্তৃক বাতিল হয়ে যাওয়া প্রকল্পকে ব্যবহার করে লালচাঁন্দ রোড ও কলেজ রোড সংলগ্ন বিভিন্ন মার্কেটে জমিদারকে প্রলোভন দেখিয়ে মার্কেট ক্রয় করে নেওয়ার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে লালচান্দ রোডের মদিনা মার্কেট কিনে নিয়ে প্রায় শতাধিক ব্যবসায়ীকে পথে বসিয়ে দখল করে নেন।
পরবর্তীতে কলেজ রোডের মোতালেব মার্কেট কিনে নিয়ে ব্যবসায়ীদের পথে বসানোর পাঁয়তারা শুরু করেছেন।
বক্তারা আরো বলেন আগামীতে যে কোন কিছুর বিনিময়ে ভূমিদস্যু আব্দুর রশিদের এরকম অবৈধ তাৎপরতা বন্ধ করা হবে। বালি আর্কেডের মত নান্দনিক মার্কেট আরো হোক কিন্তু ব্যবসায়ীদের ক্ষতি করে নয়।
ব্যবসায়ীদের পর্যাপ্ত সময় এবং ক্ষতিপূরণ প্রদান করে আপনারা এখানে মার্কেট করেন এতে আমাদের কোন সমস্যা নেই। ব্যবসায়ীদের অধিকারের কথা মাথায় রেখে এবং তাদের সমস্যা সমাধান করে প্রকল্প গ্রহণ করতে হবে।
কলেজ রোড ও লালচাঁন্দ রোডের ব্যবসায়ীরা তাদের স্বার্থ এবং অধিকার আদায়ের জন্য ২৯ নভেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সকল দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন।
এসময় উক্ত মানববন্ধনে একাত্বতা ঘোষনা করে বক্তব্য রাখেন, লালচাঁন্দ রোড ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক ইদ্রিস মামুন, কলেজ রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হায়দার, মোতালেব মার্কেট ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক মোঃ মহিউদ্দিন, সাফ আমিন ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল ইসলাম, মতি টাওয়ারের সাংগঠনিক সম্পাদক এম কামাল উদ্দিন, বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যান ফেডারেশনের অর্থ সম্পাদক মোঃ ইসমাইল, ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল খালেক, হাবিবুর রহমান, মোঃ আহসান ও মোঃ শাহাদাত প্রমূখ।
জনপ্রিয়

সিরাজগঞ্জে সরকারি চাল আটক–অভিযোগের মুখে ট্যাগ কর্মকর্তা

ভূমিদস্যুর কবল থেকে নগরীর চকবাজার কলেজ রোড ও লালচাঁন্দ রোড ব্যবসায়ীদের মুক্তির দাবিতে মানববন্ধন 

প্রকাশের সময় : ০৩:৩৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি 

চট্টগ্রামের শিক্ষাজোন হিসেবে পরিচিত চকবাজার কলেজ রোড ও লালচাঁন্দ রোডের ব্যবসায়ীদের হয়রানি ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নগরীর চকবাজার গুলজার চত্বরে।
২৯ নভেম্বর শনিবার বেলা এগারোটায়, বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও ফেডারেশনের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন এবং সিনিয়র যুগ্ম সম্পাদক আতাউর রহমান আসাদের যৌথ সঞ্চালনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ী নেতারা বলেন বিগত ২০০৯ সালে মহসিন কলেজ ও চট্টগ্রাম কলেজের জন্য একটি পার্কিং জোন গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
কিন্তু ২০১৩ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক কলেজ রোড সম্প্রসারণ হওয়ার পর চট্টগ্রাম সিটি
কর্পোরেশনের উক্ত প্রকল্পের কাজ অপ্রয়োজনীয় হয়ে পড়ে যা পরবর্তীতে স্থগিত হয়ে যায়।
পরবর্তীতে আমরা দেখতে পাই কর্ণফুলী শীপ বিল্ডার্সের মালিক ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ কর্তৃক হিন্দুদের কিছু দেবত্ত সম্পত্তি ক্রয় করা হয়।
তিনি চকবাজার একটি বহুতল মার্কেট নির্মাণের লক্ষ্যে সিটি কর্পোরেশন কর্তৃক বাতিল হয়ে যাওয়া প্রকল্পকে ব্যবহার করে লালচাঁন্দ রোড ও কলেজ রোড সংলগ্ন বিভিন্ন মার্কেটে জমিদারকে প্রলোভন দেখিয়ে মার্কেট ক্রয় করে নেওয়ার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে লালচান্দ রোডের মদিনা মার্কেট কিনে নিয়ে প্রায় শতাধিক ব্যবসায়ীকে পথে বসিয়ে দখল করে নেন।
পরবর্তীতে কলেজ রোডের মোতালেব মার্কেট কিনে নিয়ে ব্যবসায়ীদের পথে বসানোর পাঁয়তারা শুরু করেছেন।
বক্তারা আরো বলেন আগামীতে যে কোন কিছুর বিনিময়ে ভূমিদস্যু আব্দুর রশিদের এরকম অবৈধ তাৎপরতা বন্ধ করা হবে। বালি আর্কেডের মত নান্দনিক মার্কেট আরো হোক কিন্তু ব্যবসায়ীদের ক্ষতি করে নয়।
ব্যবসায়ীদের পর্যাপ্ত সময় এবং ক্ষতিপূরণ প্রদান করে আপনারা এখানে মার্কেট করেন এতে আমাদের কোন সমস্যা নেই। ব্যবসায়ীদের অধিকারের কথা মাথায় রেখে এবং তাদের সমস্যা সমাধান করে প্রকল্প গ্রহণ করতে হবে।
কলেজ রোড ও লালচাঁন্দ রোডের ব্যবসায়ীরা তাদের স্বার্থ এবং অধিকার আদায়ের জন্য ২৯ নভেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সকল দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন।
এসময় উক্ত মানববন্ধনে একাত্বতা ঘোষনা করে বক্তব্য রাখেন, লালচাঁন্দ রোড ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক ইদ্রিস মামুন, কলেজ রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হায়দার, মোতালেব মার্কেট ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক মোঃ মহিউদ্দিন, সাফ আমিন ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল ইসলাম, মতি টাওয়ারের সাংগঠনিক সম্পাদক এম কামাল উদ্দিন, বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যান ফেডারেশনের অর্থ সম্পাদক মোঃ ইসমাইল, ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল খালেক, হাবিবুর রহমান, মোঃ আহসান ও মোঃ শাহাদাত প্রমূখ।