সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
গান-কবিতা-কথায় প্রতিবাদ

ধর্ম সুরক্ষা আইন করুন, যার তার হাতে বিচার চলবে না

ধর্ম অবমাননা ও শিল্পীদের উপর হামলা বন্ধের দাবিতে গান-কবিতা-কথায় প্রতিবাদ শীর্ষক সাউন্ডবাংলা-পল্টনাড্ডা ২১৫ তে অতিথিবৃন্দ বলেছেন- ধর্ম সুরক্ষা আইন করুন, যার তার হাতে বিচার চলবে না। আমরা ধর্ম অবমাননাও চাই না, কেউ অপরাধ করলে তার বিচার পুলিশ-প্রশাসন ব্যতিত তৃতীয় কোনো বিশেষ গোষ্ঠির হাতেও চাই না। আমরা চাই- সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে যে যার মত শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চা করবে। জাতীয় সাংস্কৃতিকধারার ব্যবস্থাপনায় বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে আড্ডাজন ছিলেন প্রভাষক-কবি রিপন শান। গান-কবিতা-ছড়াসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন কথাশিল্পী শান্তা ফারজানা, সাংবাদিক ও লেখক আরিফ রহমান, ছড়াকার মোহাম্মদ শামীম মিয়া, কবি বিমলেন্দু বিশ্বাস প্রমুখ।
আয়োজনে সাউন্ডবাংলা-পল্টনাড্ডা-২০১৪ তম আসরের বিজয়ী লেখকদের হাতে উপস্থিত অতিথিবৃন্দকে সাথে নিয়ে নগদ টাকা ও বই উপহার হিসেবে তুলে দেন দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক কলামিস্ট মোমিন মেহেদী।

এসময় উপস্থিত সাহিত্যিক-কবি-শিল্পীবৃন্দ বলেন, কোনো ধর্মানুভূতিতে আঘাত যেন না আসে, সেই বিষয়টিকে মনে রেখে অনতিবিলম্বে ‘ধর্ম সুরক্ষা আইন’ করুন এবং বাংলাদেশকে ভাতৃত্ববন্ধনে আবদ্ধ রাখতে উদ্যেগ গ্রহণ করুন।

জনপ্রিয়

যশোরে ছুরিকাঘাতে দুই যুবক জখম

গান-কবিতা-কথায় প্রতিবাদ

ধর্ম সুরক্ষা আইন করুন, যার তার হাতে বিচার চলবে না

প্রকাশের সময় : ০৬:৫১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
ধর্ম অবমাননা ও শিল্পীদের উপর হামলা বন্ধের দাবিতে গান-কবিতা-কথায় প্রতিবাদ শীর্ষক সাউন্ডবাংলা-পল্টনাড্ডা ২১৫ তে অতিথিবৃন্দ বলেছেন- ধর্ম সুরক্ষা আইন করুন, যার তার হাতে বিচার চলবে না। আমরা ধর্ম অবমাননাও চাই না, কেউ অপরাধ করলে তার বিচার পুলিশ-প্রশাসন ব্যতিত তৃতীয় কোনো বিশেষ গোষ্ঠির হাতেও চাই না। আমরা চাই- সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে যে যার মত শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চা করবে। জাতীয় সাংস্কৃতিকধারার ব্যবস্থাপনায় বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে আড্ডাজন ছিলেন প্রভাষক-কবি রিপন শান। গান-কবিতা-ছড়াসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন কথাশিল্পী শান্তা ফারজানা, সাংবাদিক ও লেখক আরিফ রহমান, ছড়াকার মোহাম্মদ শামীম মিয়া, কবি বিমলেন্দু বিশ্বাস প্রমুখ।
আয়োজনে সাউন্ডবাংলা-পল্টনাড্ডা-২০১৪ তম আসরের বিজয়ী লেখকদের হাতে উপস্থিত অতিথিবৃন্দকে সাথে নিয়ে নগদ টাকা ও বই উপহার হিসেবে তুলে দেন দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক কলামিস্ট মোমিন মেহেদী।

এসময় উপস্থিত সাহিত্যিক-কবি-শিল্পীবৃন্দ বলেন, কোনো ধর্মানুভূতিতে আঘাত যেন না আসে, সেই বিষয়টিকে মনে রেখে অনতিবিলম্বে ‘ধর্ম সুরক্ষা আইন’ করুন এবং বাংলাদেশকে ভাতৃত্ববন্ধনে আবদ্ধ রাখতে উদ্যেগ গ্রহণ করুন।