সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাধারণ জ্ঞানে অসাধারণ প্রমাণে প্রতিযোগিতা মুখর বিটিএইচ আঙিনা

সংবাদ বিজ্ঞপ্তি
পারদর্শিতায় কারোর চেয়ে কেউ কম নয়। প্রশ্ন শোনামাত্রই চটপট উত্তর দিচ্ছে প্রতিযোগীদের সবাই। সাধারণ জ্ঞানে একে অন্যের চেয়ে যে তারা একেকজন অসাধারণ সেটি প্রমাণে কঁচিকঁাচারা চালায় তুমুল লড়াই। শনিবার যশোর শহরের লালদিঘি পাড়ে ব্রাদার টিটোস হোমে আঙিনায় বিটিএইচ বার্ষিক জেনারেল নলেজ কম্পিটিশন ও মানচিত্র রিডিং ঘিরে ছিল প্রতিযোগিতা মুখর এমন দৃশ্য।
এদিন নার্সারি, কেজি ও প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং অভিভাবকরা এতে অংশ নেন। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীসহ অংশগ্রহণকারীদের সবাইকে পুরস্কার দেওয়া হয়। নার্সারি শ্রেণির অরিত্রি দাস পাখি প্রথম, জারিফ ইসলাম দ্বিতীয় ও আরশান ফাইদ সিদ্দিকি তৃতীয় স্থান অর্জন করে। কেজি শ্রেণিতে রিসলিয়া রাবাব প্রথম. নাওয়াফুল হক দ্বিতীয় ও আয়শা নাজিফা তৃতীয় হয়েছে। এদিকে, প্রথম শ্রেণিতে মারিয়াম রহমান প্রথম, তাবিবা নাহিয়ান আফ্রিদা দ্বিতীয় ও আসফিয়া তাহরিন আইজা তৃতীয় হয়েছে।
জনপ্রিয়

এই শীতে গাজরের উপকারিতা

সাধারণ জ্ঞানে অসাধারণ প্রমাণে প্রতিযোগিতা মুখর বিটিএইচ আঙিনা

প্রকাশের সময় : ১০:২৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
সংবাদ বিজ্ঞপ্তি
পারদর্শিতায় কারোর চেয়ে কেউ কম নয়। প্রশ্ন শোনামাত্রই চটপট উত্তর দিচ্ছে প্রতিযোগীদের সবাই। সাধারণ জ্ঞানে একে অন্যের চেয়ে যে তারা একেকজন অসাধারণ সেটি প্রমাণে কঁচিকঁাচারা চালায় তুমুল লড়াই। শনিবার যশোর শহরের লালদিঘি পাড়ে ব্রাদার টিটোস হোমে আঙিনায় বিটিএইচ বার্ষিক জেনারেল নলেজ কম্পিটিশন ও মানচিত্র রিডিং ঘিরে ছিল প্রতিযোগিতা মুখর এমন দৃশ্য।
এদিন নার্সারি, কেজি ও প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং অভিভাবকরা এতে অংশ নেন। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীসহ অংশগ্রহণকারীদের সবাইকে পুরস্কার দেওয়া হয়। নার্সারি শ্রেণির অরিত্রি দাস পাখি প্রথম, জারিফ ইসলাম দ্বিতীয় ও আরশান ফাইদ সিদ্দিকি তৃতীয় স্থান অর্জন করে। কেজি শ্রেণিতে রিসলিয়া রাবাব প্রথম. নাওয়াফুল হক দ্বিতীয় ও আয়শা নাজিফা তৃতীয় হয়েছে। এদিকে, প্রথম শ্রেণিতে মারিয়াম রহমান প্রথম, তাবিবা নাহিয়ান আফ্রিদা দ্বিতীয় ও আসফিয়া তাহরিন আইজা তৃতীয় হয়েছে।