বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জ কৃষক মালেক হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা 
জামালপুরের বকশীগঞ্জ  উপজেলার মেরুরচর  ইউনিয়নের মাঘাডোবা গ্রামে কৃষক আব্দুল মালেক  হত্যায় জড়িতদের দ্রুত  গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার  (০১ ডিসেম্বর) সকালে বাঘাডোবা গ্রামবাসীর উদ্যোগে   এই মানববন্ধন করেন নিহতের স্বজনরা।
এ সময় বক্তব্য রাখেন নিহতের ছেলে খোরশেদ আলম, বোন মাহফুজা, নিহতের ভাই আসলাম আলী, আবদুস সালাম,  মোফাজ্জল হোসেন ও ফরিদ মিয়াসহ অনেকেই । মানববন্ধনে নিহতের পরিবারের দাবি, কৃষক আব্দুল মালেক হত্যার সঙ্গে জরিত সকল আসামীকে দ্রুত গ্রেপ্তার করে তাদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।  একই সাথে নিহত কৃষকের পরিবারকে নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়।
হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি নিহতের স্বজনদের।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর বিকেলে মরিচ ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে মেরুরচর ইউনিয়নের বাঘাডোবা গ্রামের আবদুল খালেকের ছেলে কৃষক আব্দুল মালেককে (৪৫) পিটিয়ে প কুপিয়ে আহত করে একই গ্রামের দুদু মিয়ার ছেলে বিল্লাল হোসেন, বিদ্যুৎ মিয়া,তারা মিয়া,সিয়ামসহ অনেকেই।  পরে বকশীগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে ওই দিন সন্ধ্যায় কৃষক আব্দুল মালেকের মৃত্যু হয়।
এ ঘটনায় বকশীগঞ্জ থানায় নিহতের ভাই আসলাম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
জনপ্রিয়

বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায়, পেছনের দরজা দিয়ে নয়: ডা. শাহাদাত 

বকশীগঞ্জ কৃষক মালেক হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৩:২৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা 
জামালপুরের বকশীগঞ্জ  উপজেলার মেরুরচর  ইউনিয়নের মাঘাডোবা গ্রামে কৃষক আব্দুল মালেক  হত্যায় জড়িতদের দ্রুত  গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার  (০১ ডিসেম্বর) সকালে বাঘাডোবা গ্রামবাসীর উদ্যোগে   এই মানববন্ধন করেন নিহতের স্বজনরা।
এ সময় বক্তব্য রাখেন নিহতের ছেলে খোরশেদ আলম, বোন মাহফুজা, নিহতের ভাই আসলাম আলী, আবদুস সালাম,  মোফাজ্জল হোসেন ও ফরিদ মিয়াসহ অনেকেই । মানববন্ধনে নিহতের পরিবারের দাবি, কৃষক আব্দুল মালেক হত্যার সঙ্গে জরিত সকল আসামীকে দ্রুত গ্রেপ্তার করে তাদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।  একই সাথে নিহত কৃষকের পরিবারকে নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়।
হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি নিহতের স্বজনদের।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর বিকেলে মরিচ ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে মেরুরচর ইউনিয়নের বাঘাডোবা গ্রামের আবদুল খালেকের ছেলে কৃষক আব্দুল মালেককে (৪৫) পিটিয়ে প কুপিয়ে আহত করে একই গ্রামের দুদু মিয়ার ছেলে বিল্লাল হোসেন, বিদ্যুৎ মিয়া,তারা মিয়া,সিয়ামসহ অনেকেই।  পরে বকশীগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে ওই দিন সন্ধ্যায় কৃষক আব্দুল মালেকের মৃত্যু হয়।
এ ঘটনায় বকশীগঞ্জ থানায় নিহতের ভাই আসলাম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।