মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে চেম্বার নির্বাচন ঘিরে সরব প্রচারণা, প্রাথমিক জরিপে এগিয়ে সাত্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি 
দীর্ঘ ১২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা জেলার বিভিন্ন এলাকায় ভোটারদের সমর্থন আদায়ে সক্রিয় হয়ে উঠেছেন। বিশেষ করে পরিচালক পদে বিপুল সংখ্যক প্রার্থী মাঠে থাকায় প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র আকার ধারণ করেছে।
প্রাথমিক পর্যায়ের জরিপ ও ভোটারদের অভিমতের ভিত্তিতে জানা গেছে, পরিচালক পদে এস কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী আব্দুস সাত্তার এগিয়ে আছেন। ব্যবসায়ীদের সঙ্গে নিবিড় যোগাযোগ, মানবকল্যাণে ব্যক্তিগত উদ্যোগ এবং দীর্ঘদিনের জনপ্রিয়তার কারণে তিনি অধিকাংশ ভোটারের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন। স্থানীয় ভোটারদের মতে, ব্যবসায়িক অভিজ্ঞতার পাশাপাশি সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা তাঁর প্রতি আস্থা বাড়িয়েছে।
সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি এলাকার আব্দুস সাত্তার ২০০৩ সালে পৌরসভার কমিশনার নির্বাচিত হন। পরে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি তিনি নিজ উদ্যোগে এতিমখানা, মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয় ও নারীদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের সহায়তায় তাঁর ভূমিকা শহরজুড়ে পরিচিতি পেয়েছে। ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত এসব উদ্যোগ এলাকায় সামাজিক অগ্রগতিতেও প্রভাব ফেলেছে।
এ ছাড়া স্থানীয় কর্মসংস্থান সৃষ্টিতেও তাঁর ব্যবসা প্রতিষ্ঠান অবদান রেখে আসছে। প্রয়োজনের তুলনায় অধিক শ্রমিক নিয়োগের ফলে এলাকার বেকারত্ব ও ক্ষুদ্র অপরাধ কমেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আসন্ন নির্বাচনে অর্ডিনারি গ্রুপে প্রেসিডেন্ট পদে ২ জন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন, ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন এবং পরিচালক পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। অ্যাসোসিয়েট গ্রুপে ভাইস প্রেসিডেন্ট পদে ২ জন, ৬ পরিচালক পদে ৮ জন এবং গ্রুপ মেম্বার পরিচালক পদে ২ জন মনোনয়ন দাখিল করেছেন। অর্ডিনারি গ্রুপে ১৭টি পদে ভোট দেবেন ৪৩৮ জন সদস্য এবং অ্যাসোসিয়েট গ্রুপে ৮টি পদে ভোট দেবেন ৬৮ জন সদস্য।
আগামী ৬ ডিসেম্বর ২০২৫ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
জনপ্রিয়

যশোর বাঘারপাড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারো মানুষের দোয়া

সিরাজগঞ্জে চেম্বার নির্বাচন ঘিরে সরব প্রচারণা, প্রাথমিক জরিপে এগিয়ে সাত্তার

প্রকাশের সময় : ০৩:৩৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি 
দীর্ঘ ১২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা জেলার বিভিন্ন এলাকায় ভোটারদের সমর্থন আদায়ে সক্রিয় হয়ে উঠেছেন। বিশেষ করে পরিচালক পদে বিপুল সংখ্যক প্রার্থী মাঠে থাকায় প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র আকার ধারণ করেছে।
প্রাথমিক পর্যায়ের জরিপ ও ভোটারদের অভিমতের ভিত্তিতে জানা গেছে, পরিচালক পদে এস কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী আব্দুস সাত্তার এগিয়ে আছেন। ব্যবসায়ীদের সঙ্গে নিবিড় যোগাযোগ, মানবকল্যাণে ব্যক্তিগত উদ্যোগ এবং দীর্ঘদিনের জনপ্রিয়তার কারণে তিনি অধিকাংশ ভোটারের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন। স্থানীয় ভোটারদের মতে, ব্যবসায়িক অভিজ্ঞতার পাশাপাশি সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা তাঁর প্রতি আস্থা বাড়িয়েছে।
সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি এলাকার আব্দুস সাত্তার ২০০৩ সালে পৌরসভার কমিশনার নির্বাচিত হন। পরে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি তিনি নিজ উদ্যোগে এতিমখানা, মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয় ও নারীদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের সহায়তায় তাঁর ভূমিকা শহরজুড়ে পরিচিতি পেয়েছে। ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত এসব উদ্যোগ এলাকায় সামাজিক অগ্রগতিতেও প্রভাব ফেলেছে।
এ ছাড়া স্থানীয় কর্মসংস্থান সৃষ্টিতেও তাঁর ব্যবসা প্রতিষ্ঠান অবদান রেখে আসছে। প্রয়োজনের তুলনায় অধিক শ্রমিক নিয়োগের ফলে এলাকার বেকারত্ব ও ক্ষুদ্র অপরাধ কমেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আসন্ন নির্বাচনে অর্ডিনারি গ্রুপে প্রেসিডেন্ট পদে ২ জন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন, ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন এবং পরিচালক পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। অ্যাসোসিয়েট গ্রুপে ভাইস প্রেসিডেন্ট পদে ২ জন, ৬ পরিচালক পদে ৮ জন এবং গ্রুপ মেম্বার পরিচালক পদে ২ জন মনোনয়ন দাখিল করেছেন। অর্ডিনারি গ্রুপে ১৭টি পদে ভোট দেবেন ৪৩৮ জন সদস্য এবং অ্যাসোসিয়েট গ্রুপে ৮টি পদে ভোট দেবেন ৬৮ জন সদস্য।
আগামী ৬ ডিসেম্বর ২০২৫ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।