
যশোর অফিস
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় জানের সাদকা হিসেবে ছাগল দান করা হয়েছে।
সোমবার সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন কুরআন শিক্ষা প্রতিষ্ঠান এবং এতিমখানায় এসব ছাগল বিতরণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
সদর উপজেলা বিএনপি, নগর বিএনপি, জেলা যুবদল ও জেলা মহিলা দলের উদ্যোগেও নওয়াপাড়া, ফতেপুর, বকচর, রেলস্টেশন, দড়াটানা, হুশতলা, শংকরপুর ও ঢাকা রোড এলাকার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় সাদকা প্রদান করা হয়।
এ সময় জেলা-নগর বিএনপি, যুবদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন।
যশোর অফিস 





































