
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আজ বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর গার্মেন্টস এলাকায় স্থানীয় ব্যবসায়ী সমিতি ও বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুন রায় চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সভাপতি হাজী আনোয়ার হোসেন। উক্ত দোয়া অনুষ্ঠানে এলাকার সাধারণ ব্যবসায়ী রাজনীতিবিদ রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো 







































