
অস্ট্রিয়ার জনপ্রিয় বিউটি ইনফ্লুয়েন্সার স্টেফানি পাইপারকে হত্যা করেছেন তার সাবেক প্রেমিক। হত্যার পর তার মরদেহ একটি স্যুটকেসে লুকিয়ে স্লোভেনিয়ার জঙ্গলে ফেলে দেওয়া হয়। ৩১ বছর বয়সী পাইপার মেকআপ, ফ্যাশন ও গান সংক্রান্ত কনটেন্টের জন্য পরিচিত ছিলেন। রোববার (৩০ নভেম্বর) অস্ট্রিয়ান গণমাধ্যম এই মর্মান্তিক খবর প্রকাশ করে। খবর এনডিটিভির। স্টাইরিয়ার স্টেট পুলিশ জানিয়েছে, গত ২৩ নভেম্বর একটি পার্টি থেকে বাড়ি ফেরার পর পাইপার নিখোঁজ হন। অস্ট্রিয়ান মিডিয়া জানায়, পার্টি থেকে ফিরে তিনি এক বন্ধুকে মেসেজ পাঠিয়েছিলেন যে তিনি নিরাপদে বাড়ি পৌঁছেছেন। কিন্তু এরপরই তিনি আরেকটি মেসেজ পাঠান, যেখানে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন যে কেউ তার বাড়ির সিঁড়িতে অবস্থান করছে।
পাইপারের প্রতিবেশীরা মিডিয়াকে জানান, তারা ভুক্তভোগীর বাড়ি থেকে ঝগড়ার আওয়াজ শুনেছিলেন এবং ৩১ বছর বয়সী এই নারীর সাবেক প্রেমিককে ভবনে দেখেছেন বলেও সন্দেহ প্রকাশ করেন। পাইপারের আত্মীয়স্বজন ও সহকর্মীরা তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাকে নিখোঁজ ঘোষণা করে পুলিশের কাছে রিপোর্ট করেন।
পুলিশ জানায়, পাইপারের সাবেক প্রেমিককে স্লোভেনিয়ায় গ্রেপ্তার করা হয়। গত সপ্তাহে প্রকাশিত এক বিবৃতিতে স্টাইরিয়ার স্টেট পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি তার গাড়ি নিয়ে একাধিকবার স্লোভেনিয়া সফর করেছিলেন। ২৪ নভেম্বর স্লোভেনিয়ার পুলিশ অস্ট্রিয়া-স্লোভেনিয়া সীমান্তের কাছে একটি ক্যাসিনোর পার্কিং লটে তার গাড়িটি আগুনে পুড়ে যেতে দেখে।
ক্রোনেন জাইতুং-এর প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তকে পরে অস্ট্রিয়ায় প্রত্যর্পণ করা হয় এবং জিজ্ঞাসাবাদের সময় তিনি কর্তৃপক্ষকে সহযোগিতা করতে রাজি হন।
ওই ব্যক্তি স্বীকার করেন যে, তিনি পাইপারকে গলা টিপে হত্যা করেন। এরপর তার দেহটি একটি স্যুটকেসে লুকিয়ে রাখেন এবং সেটি স্লোভেনিয়ার একটি জঙ্গলে কবর দেন। পরে অভিযুক্ত ব্যক্তিই কর্তৃপক্ষকে মরদেহের অবস্থান জানিয়ে দেন।
স্টাইরিয়ার স্টেট পুলিশ নিশ্চিত করেছে যে, অভিযুক্তের দুই পুরুষ আত্মীয়কেও এই মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক 




































