
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলালে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় ক্ষেতলাল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সরকারি ছাঈদ আলতাফুন্নেসা কলেজ মাঠ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও সাবেক ডিসি আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দীক, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক নাফিউল হাদী মিঠুসহ কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তব্যে সাবেক ডিসি ও এমপি প্রার্থী আব্দুল বারী বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু তিনবারের সফল প্রধানমন্ত্রীই নন, তিনি দেশের গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনে আপোষহীন সাহসী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। মানুষের অধিকার, স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতির ইতিহাসে অম্লান হয়ে থাকবে। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি আল্লাহর কাছে। তিনি যেন সুস্থ হয়ে আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিতে পারেন।
পরিশেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: 







































