
গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় গাবতলীতে সম্মিলিত এলাকাবাসীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ রা ডিসেম্বর)বিকালে গাবতলী উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি সহযোগী সংগঠন, সম্মিলিত এলাকাবাসী ও হাফেজিয়া মাদ্রাসার কয়েক হাজার এতিম শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির আশা–আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর সুস্থতা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করবে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া তাঁর রাজনৈতিক জীবনে কারাবরণ, নির্যাতন ও নানামুখী ষড়যন্ত্রের মুখেও দেশপ্রেম এবং সাহসিকতার সঙ্গে লড়াই করে গেছেন। কখনো নিজের স্বার্থে আপস করেননি, দেশের বাইরে গিয়ে লুকোননি। সবসময় নেতাকর্মীদের পাশে থেকেছেন।
তিনি দেশবাসীর প্রতি দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য সাবেক মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন সহ উপজেলা ও পৌর বিএনপি সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল পরিচালনা করেন অন্ধ হাফেজ কারী মাওলানা ফাহাদ হোসেন।
গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ 







































