
যশোর অফিস
যশোরে এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণের অভিযোগে দু’ যুবক নাহিদ আলম জুম্মান (১৯) ও আরিফুল ইসলাম (২০)কে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ।
এজাহারে ছাত্রীর মা জানান,সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে জুম্মান প্রায়ই উত্যক্ত করতো এবং কুপ্রস্তাব দিতো। গত ৩০ নভেম্বর স্কুলে যাওয়ার সময় জুম্মান ও আরিফুল তাকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে। পরিবারের খোঁজাখুঁজি ব্যর্থ হলে থানায় মামলা করা হয়।
চানপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওয়াহিদুজ্জামান জানান, ২ ডিসেম্বর রাতে ঝিনাইদহের কালীগঞ্জ এলাকা থেকে ছাত্রীকে উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়। পরদিন তাদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়।
অন্যদিকে, জুম্মানের স্বজনরা দাবি করেছেন, মেয়েটির সঙ্গে জুম্মানের প্রেমের সম্পর্ক ছিল এবং সে নিজ ইচ্ছায় তার সঙ্গে গিয়েছিল।মেয়েটিকে জুম্মান তার সহকর্মীর বাড়িতে রাখলে পুলিশ সেখান থেকেই দু’জনকে আটক করে।
যশোর অফিস 







































