শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৯:১৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ১৭

যশোর অফিস 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ আয়োজন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার ধারণা ও কর্পোরেট জীবনের প্রস্তুতি এখন থেকেই গ্রহণের পরামর্শ দেন। বিদায়ীদের পেশাগত জীবনে নৈতিকতা ও আত্মনির্ভরতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভাপতির বক্তব্যে এফবি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ফিনটেক, ডিজিটাল ফিন্যান্স, ব্যাংকিং খাতে প্রযুক্তির অগ্রগতি এবং বৈশ্বিক আর্থিক পরিবর্তনের দিক তুলে ধরে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর আর্থিক জ্ঞানে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ইঞ্জি. ইমরান খানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে ক্রীড়া সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার ও নবীন শিক্ষার্থীদের হাতে বিভাগীয় উপহার তুলে দেওয়া হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

জনপ্রিয়

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বেনাপোলে কুলি-শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

প্রকাশের সময় : ০৯:১৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

যশোর অফিস 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ আয়োজন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার ধারণা ও কর্পোরেট জীবনের প্রস্তুতি এখন থেকেই গ্রহণের পরামর্শ দেন। বিদায়ীদের পেশাগত জীবনে নৈতিকতা ও আত্মনির্ভরতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভাপতির বক্তব্যে এফবি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ফিনটেক, ডিজিটাল ফিন্যান্স, ব্যাংকিং খাতে প্রযুক্তির অগ্রগতি এবং বৈশ্বিক আর্থিক পরিবর্তনের দিক তুলে ধরে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর আর্থিক জ্ঞানে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ইঞ্জি. ইমরান খানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে ক্রীড়া সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার ও নবীন শিক্ষার্থীদের হাতে বিভাগীয় উপহার তুলে দেওয়া হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।