
যশোর অফিস
বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য লাভের উদ্দেশ্যে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ছাত্রদলের উদ্যোগে কুরআন তেলাওয়াত, সালাতুল সাজদ নামাজ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালেই কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ দোয়া মাহফিলে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ এ কে এম রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ডা. প্রফেসর হারুন আর রশিদসহ কলেজের অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান, এমএম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাসান ইমাম, সাবেক সদস্য সচিব কামরুল ইসলাম, এমএম কলেজ ছাত্রদলের বর্তমান সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম শুভসহ কলেজ ও জেলা ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী। তাদের সঙ্গে কলেজের বহু শিক্ষার্থীও অংশ নেন।
আয়োজিত দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, জাতির শান্তি, দেশের কল্যাণ এবং সকল শিক্ষার্থীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এমএম কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আমজাদ হোসেন।
আলোচনা ও দোয়ায় বক্তারা বলেন, “খালেদা জিয়ার সুস্থতা জাতির বৃহৎ একটি প্রত্যাশা। দেশের রাজনৈতিক পরিমণ্ডলে তিনি একজন গুরুত্বপূর্ণ অভিভাবকসুলভ নেতৃত্ব।”
দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনটি সম্পন্ন হয়।
যশোর অফিস 







































