
নারী-পুরুষের সম্পর্কে আকর্ষণ একটি স্বাভাবিক বিষয়। তবে দেখা যায়, কিছু পুরুষ অনেক চেষ্টা করেও নারীদের মনোযোগ পান না, আবার কেউ কেউ খুব সহজেই নারীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, এর পিছনে রয়েছে পুরুষের কিছু বিশেষ গুণ, যা অবচেতনেই নারীদের মন টানে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিচের পাঁচটি গুণ যাদের মধ্যে থাকে, তারা সহজেই নারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পান—
উন্নত পোশাক-পরিচ্ছদ ও ড্রেসিং সেন্স
প্রচলিত কথা ‘আগে দর্শনধারী, তারপর গুণ বিচারী’। পুরুষের সুশৃঙ্খল পোশাক-পরিচ্ছদ নারীদের চোখে প্রথমেই ভালো ইমপ্রেশন তৈরি করে। পরিচ্ছন্নতা, সাজসজ্জা এবং স্টাইল সেন্স আকর্ষণের গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করেন বিশেষজ্ঞরা।
সুন্দরভাবে কথা বলার ক্ষমতা (কমিউনিকেশন স্কিল)
যারা ভদ্র, আত্মবিশ্বাসী ও পরিষ্কারভাবে কথা বলতে পারেন, তারা সহজেই অন্যের মনোযোগ কেড়ে নেন। সুন্দরভাবে কথা বলার দক্ষতা অনেক নারীর কাছে বড় আকর্ষণ হিসেবে কাজ করে।
নেতৃত্ব দেওয়ার ক্ষমতা
দায়িত্ব নিতে পারা, সঠিক সিদ্ধান্ত দেওয়া এবং পরিস্থিতি সামলানোর ক্ষমতা একজন পুরুষকে নারীদের কাছে আরও আকর্ষণীয় করে তোলে। নেতৃত্বগুণসম্পন্ন পুরুষদের প্রতি নারীরা সাধারণত বেশি নিরাপদ ও স্বস্তিবোধ করেন।
সম্মান দিতে জানা
নারীদের যথাযথ সম্মান দিতে জানেন এমন পুরুষের প্রতি বিশ্বাস ও আকর্ষণ দ্রুত তৈরি হয়। যারা অন্যকে ছোট করেন বা অসম্মানজনক আচরণ করেন, তারা স্বাভাবিকভাবেই নারীদের দূরে ঠেলে দেন।
কমিটমেন্ট বা প্রতিশ্রুতি রাখার ক্ষমতা
কথা রাখেন, প্রতিশ্রুতি পূরণ করেন এমন পুরুষ নারীদের কাছে বেশি নির্ভরযোগ্য মনে হয়। বিশ্বস্ততা সম্পর্কের ভিত্তি, আর এই গুণ থাকলে গভীর সম্পর্ক গড়ে ওঠা সহজ হয়।
সম্পর্ক বিশেষজ্ঞদের পরামর্শ, এই গুণগুলো অনুশীলন করলে পুরুষরা শুধু আকর্ষণীয়ই হবেন না, বরং দীর্ঘস্থায়ী ও সুস্থ সম্পর্ক গড়তেও সক্ষম হবেন।
লাইফস্টাইল ডেস্ক 







































