
নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বছর ধরে ঘরবন্দী জীবন যাপন করছেন দুই বোন। তারা হলেন, তাছলিমা বেগম (৫২) ও তার ছোট বোন প্রতিবন্ধী কামরুন্নাহার বেগম (৩৫)।
স্থানীয়রা জানান, দুই বোনের আপন ভাই কামরুজ্জামান কামাল তাদের বাড়ির প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। ফলে তারা কার্যত বন্দী জীবন কাটাচ্ছেন। প্রতিবন্ধী কামরুন্নাহার এক বছর ধরে ঘরের বাইরে বের হতে পারেননি, আর তার বড় বোন তাছলিমা কোনো রকমে মই ব্যবহার করে ঘরে ঢোকা-বার্তা করছেন।
এ বিষয়ে তাছলিমা বেগম বলেন, মা-বাবা মারা যাওয়ার পর থেকেই ভাই আমাদের সম্পত্তির দিকে নজর দেয়। প্রায় এক বছর আগে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এরপর থেকেই ঘরে বন্দী জীবন কাটাচ্ছি। মই বেয়ে বাইরে যাই, কিন্তু ছোট বোন একেবারেই ঘর থেকে বের হতে পারছে না। মানুষের কাছে সাহায্য চেয়েও কোনও সমাধান পাইনি।
প্রতিবন্ধী কামরুন্নাহার বলেন, ‘জন্মের এক বছর পর পোলিওতে আক্রান্ত হয়ে অঙ্গ-প্রতিবন্ধী হয়েছি। তবুও জীবনযুদ্ধ থামাইনি। কিন্তু ভাই এখন সেই জীবনের পথটাই বন্ধ করে দিয়েছে। এমনভাবে বাঁচার চেয়ে মরাই ভালো মনে হয়।
এ বিষয়ে ভাই কামরুজ্জামান কামালের সঙ্গে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। এমনকি কেন সাংবাদিকরা তার অনুমতি ছাড়া তার বোনদের বাড়িতে গেছেন, তার জবাব দাবি করেন। স্থানীয় কয়েকজন নারী-পুরুষ প্রতিবাদ জানালে তাদের প্রতিও ক্ষিপ্ত আচরণ করেন কামাল।
স্থানীয় ইউপি সদস্য গাজী মাজহারুল ইসলাম পলাশ বলেন, ঘটনাটি অত্যন্ত অমানবিক। চেয়ারম্যানসহ আমরা কয়েকবার মীমাংসার চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি।
তিনি বলেন, তাদের বাড়িতে যাওয়ার কোনো রাস্তা নেই। ১০ ফুট উঁচুতে মই ব্যবহার করে তারা যাতায়াত করে। কামাল কাউকে মানে না। প্রশাসনের মাধ্যমে এ সমস্যা সমাধান সম্ভব।
নরসিংদী প্রতিনিধি 






































