
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থ্যতা রোগ মুক্তি কামনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার আদুরবিটি ছেংগারচর বাজার দ্বীনিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ও দলের নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষ থেকে উপজেলার ছেংগারচর পৌর ছাত্রদলের উদ্যোগে এ মিলাদ ও দোয়ার আয়োজন করেন ছেংগারচর পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।
উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোঃ নান্নু মিয়া প্রধান।
এসময় পৌর বিএনপির সভাপতি মোঃ নান্নু মিয়া প্রধান বলেন,“বেগম খালেদা জিয়া শুধু দলের নেতা নন,তিনি বাংলাদেশের অভিভাবক এবং জাতির ঐক্যের প্রতীক। অভিভাবকের অনুপস্থিতিতে একটি পরিবার যেমন সংকটে পড়ে,তেমনি সমগ্র বাংলাদেশ আজ উদ্বেগ-উৎকণ্ঠায় তার সুস্থতা কামনা করছে।
দোয়া মাহফিলে বক্তারা বলেন,“দেশ আজ এক সংকটকাল অতিক্রম করছে। এই সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত জরুরি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং দেশ ও জাতির কল্যাণে আবারও নেতৃত্ব দেওয়ার তাওফিক দান করেন।”
ছেংগারচর পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ শাকিল খানের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেনের পরিচালনায় মিলাদ ও দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম,পৌর বিএনপি নেতা ডা. মোঃ কাউছার মেহেদী, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মতলব উত্তর উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন সরকার, আঃ মান্নান সরকার, কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান দর্জি,ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আক্তার হোসেন,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাজন শিকদার, পৌর কৃষক দলের সভাপতি মোঃ জাকির দর্জি, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন,বিএনপি নেতা মিজানুর রহমান দর্জি, সালাউদ্দিন আহমেদ, ছেংগারচর কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুর রহমান মুন্না, পৌর যুবদল নেতা ফয়সাল আল মুরাদ,পৌর যুবদল নেতা বাদল সিকদার,ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক শিশির, সহ বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোনাজাতে গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন, মুফীত মাওলানা মিজানুর রহমান। মিলাদ মাহফিল পরিচালনা করেন,মুফতি মোঃ জালাল শাহ মাদানী। শেষে মাদ্রাসার এতিম ও দোয়ার অনুষ্ঠানে উপস্থিথ সকলের মধ্যে তাবারুক বিতরণ করা হয়।
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ 







































