বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ খেলা নিয়ে আশাবাদী মেসি

ছবি-সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ৬ মাস। বৈশ্বিক এই মহারণে উত্তাপ ছড়াতে শুরু করেছে এখন থেকেই। এরই মাঝে শুক্রবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র। সেদিনই জানা যাবে, কোন দল কার মুখোমুখি হবে ফুটবলের মহাযজ্ঞে।

ফুটবল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী। তবে সেই কঠিন পথ পার করতে আর্জেন্টিনার প্রয়োজন দলের নেতা লিওনেল মেসিকে। বিশ্বকাপ খেলার ব্যাপারেও আশাবাদী তিনি। তবে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না আর্জেন্টিনার অধিনায়ক।

ইএসপিএনকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মেসি এক সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন লিও। বিশ্বকাপে তার খেলা নিয়ে প্রশ্ন করা হলে মেসি বলেন, নিজেকে দলের জন্য গুরুত্বপূর্ণ মনে করলেই খেলতে চান তিনি।

আর্জেন্টিনার অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে, বিশ্বকাপে খেলা দারুণ এক অভিজ্ঞতা। আমি সেখানে থাকতে চাই। যদি নিজেকে ভালো ফর্মে অনুভব করি এবং জাতীয় দলে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি, তাহলে অবশ্যই খেলতে চাই।

এদিকে বিশ্বকাপ শিরোপা ধরে রাখা মুখের কথা নয়। তবুও শিরোপা ধরে রাখার মিশনে বেশ আশাবাদী মেসি। তার মতে, দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে আর দলটাও গোছানো। ফলে শিরোপা ধরে রাখার বড় সুযোগ আছে আর্জেন্টিনার।

মেসি বলেন, ‘আর্জেন্টিনা আবারও চেষ্টা করবে, সবটুকু ঢেলে লড়াই করবে। কিন্তু বিশ্বকাপে খুব ছোট কারণেও ছিটকে যেতে হয়। এটি অত্যন্ত কঠিন প্রতিযোগিতা। যেকোনো দলই আপনাকে বিপদে ফেলতে পারে। দলের সবার মধ্যেই (জয়ের) মানসিকতা আছে। স্কোয়াডটি বিজয়ীদের নিয়ে ভরা, যাদের মনোবল দৃঢ়, যারা অনেক কিছু জিততে চায়।’ 
জনপ্রিয়

কেরানীগঞ্জে জামাতের নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ৩

বিশ্বকাপ খেলা নিয়ে আশাবাদী মেসি

প্রকাশের সময় : ১১:৩১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ৬ মাস। বৈশ্বিক এই মহারণে উত্তাপ ছড়াতে শুরু করেছে এখন থেকেই। এরই মাঝে শুক্রবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র। সেদিনই জানা যাবে, কোন দল কার মুখোমুখি হবে ফুটবলের মহাযজ্ঞে।

ফুটবল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী। তবে সেই কঠিন পথ পার করতে আর্জেন্টিনার প্রয়োজন দলের নেতা লিওনেল মেসিকে। বিশ্বকাপ খেলার ব্যাপারেও আশাবাদী তিনি। তবে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না আর্জেন্টিনার অধিনায়ক।

ইএসপিএনকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মেসি এক সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন লিও। বিশ্বকাপে তার খেলা নিয়ে প্রশ্ন করা হলে মেসি বলেন, নিজেকে দলের জন্য গুরুত্বপূর্ণ মনে করলেই খেলতে চান তিনি।

আর্জেন্টিনার অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে, বিশ্বকাপে খেলা দারুণ এক অভিজ্ঞতা। আমি সেখানে থাকতে চাই। যদি নিজেকে ভালো ফর্মে অনুভব করি এবং জাতীয় দলে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি, তাহলে অবশ্যই খেলতে চাই।

এদিকে বিশ্বকাপ শিরোপা ধরে রাখা মুখের কথা নয়। তবুও শিরোপা ধরে রাখার মিশনে বেশ আশাবাদী মেসি। তার মতে, দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে আর দলটাও গোছানো। ফলে শিরোপা ধরে রাখার বড় সুযোগ আছে আর্জেন্টিনার।

মেসি বলেন, ‘আর্জেন্টিনা আবারও চেষ্টা করবে, সবটুকু ঢেলে লড়াই করবে। কিন্তু বিশ্বকাপে খুব ছোট কারণেও ছিটকে যেতে হয়। এটি অত্যন্ত কঠিন প্রতিযোগিতা। যেকোনো দলই আপনাকে বিপদে ফেলতে পারে। দলের সবার মধ্যেই (জয়ের) মানসিকতা আছে। স্কোয়াডটি বিজয়ীদের নিয়ে ভরা, যাদের মনোবল দৃঢ়, যারা অনেক কিছু জিততে চায়।’