রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ চেম্বারের নির্বাচন ৬ ডিসেম্বর: এক যুগ পর ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণ

সিরাজগঞ্জ প্রতিনিধি 
প্রায় বারো বছর পর সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৬ ডিসেম্বর চেম্বার ভবনে ভোটগ্রহণকে কেন্দ্র করে জেলার ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
দীর্ঘদিন অনির্বাচিত কমিটির অধীনে পরিচালিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। চলতি বছরের রাজনৈতিক পরিবর্তনের পর ব্যবসায়ী সমাজ আবারও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনের সুযোগ পেয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, অর্ডিনারি গ্রুপে মোট ভোটার সংখ্যা ৪৩৮ জন। এই গ্রুপে ১৭টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫২ জন প্রার্থী। প্রেসিডেন্ট পদে দুইজন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জুনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে তিনজন করে এবং পরিচালক পদে ১৪টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪ জন।
অন্যদিকে, অ্যাসোসিয়েট গ্রুপে মোট ভোটার ৬৮ জন। এই গ্রুপে ৭টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন। ভাইস প্রেসিডেন্ট পদে তিনজন এবং পরিচালক পদে আটজন প্রার্থী রয়েছেন। গ্রুপ মেম্বার পদে সাইদুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
দীর্ঘ বিরতির পর নির্বাচন হওয়ায় ব্যবসায়ীদের মাঝে আগ্রহ ও অংশগ্রহণের মাত্রা বেড়েছে। ব্যবসায়ীরা সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাওয়ায় চেম্বার এলাকায় নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।
বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজেদের লক্ষ্যমাত্রা ও কর্মপরিকল্পনা তুলে ধরে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন। প্রার্থীরা ব্যবসায়িক পরিবেশ, উদ্যোক্তা উন্নয়ন, শিল্প খাতের সম্ভাবনা এবং জেলার ব্যবসাবান্ধব অবকাঠামোর বিষয়ে গুরুত্ব আরোপ করছেন।
চেম্বারের বর্তমান প্রশাসন জানিয়েছে, গণতান্ত্রিক ধারাবাহিকতা পুনরুদ্ধারের অংশ হিসেবে এবার নির্বাচন আয়োজন করা হয়েছে। জেলার রেল, সড়ক ও নৌপথসহ সামগ্রিক অবকাঠামোকে কেন্দ্র করে ব্যবসা–বাণিজ্যের সম্ভাবনা ইতিবাচকভাবে উল্লেখ করা হয়েছে। ভবিষ্যতে চেম্বারের কার্যক্রম আরও সুসংগঠিত করার পরিকল্পনাও তুলে ধরা হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিরাজগঞ্জ জেলা পুলিশও নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে চেম্বারের কার্যক্রম নতুন গতিপথে এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জনপ্রিয়

তাহসান-রোজার সংসার কী কারণে ভাঙছে

সিরাজগঞ্জ চেম্বারের নির্বাচন ৬ ডিসেম্বর: এক যুগ পর ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণ

প্রকাশের সময় : ০৮:৩৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি 
প্রায় বারো বছর পর সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৬ ডিসেম্বর চেম্বার ভবনে ভোটগ্রহণকে কেন্দ্র করে জেলার ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
দীর্ঘদিন অনির্বাচিত কমিটির অধীনে পরিচালিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। চলতি বছরের রাজনৈতিক পরিবর্তনের পর ব্যবসায়ী সমাজ আবারও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনের সুযোগ পেয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, অর্ডিনারি গ্রুপে মোট ভোটার সংখ্যা ৪৩৮ জন। এই গ্রুপে ১৭টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫২ জন প্রার্থী। প্রেসিডেন্ট পদে দুইজন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জুনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে তিনজন করে এবং পরিচালক পদে ১৪টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪ জন।
অন্যদিকে, অ্যাসোসিয়েট গ্রুপে মোট ভোটার ৬৮ জন। এই গ্রুপে ৭টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন। ভাইস প্রেসিডেন্ট পদে তিনজন এবং পরিচালক পদে আটজন প্রার্থী রয়েছেন। গ্রুপ মেম্বার পদে সাইদুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
দীর্ঘ বিরতির পর নির্বাচন হওয়ায় ব্যবসায়ীদের মাঝে আগ্রহ ও অংশগ্রহণের মাত্রা বেড়েছে। ব্যবসায়ীরা সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাওয়ায় চেম্বার এলাকায় নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।
বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজেদের লক্ষ্যমাত্রা ও কর্মপরিকল্পনা তুলে ধরে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন। প্রার্থীরা ব্যবসায়িক পরিবেশ, উদ্যোক্তা উন্নয়ন, শিল্প খাতের সম্ভাবনা এবং জেলার ব্যবসাবান্ধব অবকাঠামোর বিষয়ে গুরুত্ব আরোপ করছেন।
চেম্বারের বর্তমান প্রশাসন জানিয়েছে, গণতান্ত্রিক ধারাবাহিকতা পুনরুদ্ধারের অংশ হিসেবে এবার নির্বাচন আয়োজন করা হয়েছে। জেলার রেল, সড়ক ও নৌপথসহ সামগ্রিক অবকাঠামোকে কেন্দ্র করে ব্যবসা–বাণিজ্যের সম্ভাবনা ইতিবাচকভাবে উল্লেখ করা হয়েছে। ভবিষ্যতে চেম্বারের কার্যক্রম আরও সুসংগঠিত করার পরিকল্পনাও তুলে ধরা হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিরাজগঞ্জ জেলা পুলিশও নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে চেম্বারের কার্যক্রম নতুন গতিপথে এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।