
জামাল হোসেন, স্টাফ রিপোর্টার
বেনাপোল চেকপোস্ট কুলি-শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতায় কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে বেনাপোল চেকপোস্ট এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- চেকপোস্ট কুলি-শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মুবারক হোসেন কালু, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মো. ইকরামুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ানুর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেনসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আপোষহীন নেত্রী। তাঁর সুস্থতা আজ দেশের কোটি মানুষের প্রত্যাশা।
জামাল হোসেন, স্টাফ রিপোর্টার 






































