শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আবারও পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গোলাগুলি

ছবি-সংগৃহীত

শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে আবারও গোলাগুলি হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে দুই দেশের সেনাদের মধ্যে এই সংঘর্ষ হয়।

আফগান তালেবান বলছে, পাকিস্তানি সেনারা কান্দাহারের স্পিন বোলদাক এলাকায় হামলা চালিয়েছে। তবে ইসলামাবাদ দাবি করছে, আফগান বাহিনীই চামান সীমান্তে বিনা উসকানিতে গুলিবর্ষণ করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, সীমান্ত রক্ষা ও নাগরিকদের নিরাপত্তায় তারা সতর্ক অবস্থায় আছে।

এদিকে দুই দিন আগে সৌদি আরবে হওয়া শান্তি বৈঠক কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। যদিও দুই দেশই যুদ্ধবিরতি বজায় রাখার কথা বলেছে।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান অভিযোগ করছে, আফগানিস্তান সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। অপরদিকে আফগানিস্তানের অভিযোগ, পাকিস্তান তাদের আকাশসীমা লঙ্ঘন করছে।

গত অক্টোবরে বড় ধরনের সংঘর্ষের পর তুরস্ক ও কাতার দুপক্ষকে আলোচনায় আনতে মধ্যস্থতা করেছিল।

সূত্র: রয়টার্স

জনপ্রিয়

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

আবারও পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গোলাগুলি

প্রকাশের সময় : ০৯:০৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে আবারও গোলাগুলি হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে দুই দেশের সেনাদের মধ্যে এই সংঘর্ষ হয়।

আফগান তালেবান বলছে, পাকিস্তানি সেনারা কান্দাহারের স্পিন বোলদাক এলাকায় হামলা চালিয়েছে। তবে ইসলামাবাদ দাবি করছে, আফগান বাহিনীই চামান সীমান্তে বিনা উসকানিতে গুলিবর্ষণ করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, সীমান্ত রক্ষা ও নাগরিকদের নিরাপত্তায় তারা সতর্ক অবস্থায় আছে।

এদিকে দুই দিন আগে সৌদি আরবে হওয়া শান্তি বৈঠক কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। যদিও দুই দেশই যুদ্ধবিরতি বজায় রাখার কথা বলেছে।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান অভিযোগ করছে, আফগানিস্তান সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। অপরদিকে আফগানিস্তানের অভিযোগ, পাকিস্তান তাদের আকাশসীমা লঙ্ঘন করছে।

গত অক্টোবরে বড় ধরনের সংঘর্ষের পর তুরস্ক ও কাতার দুপক্ষকে আলোচনায় আনতে মধ্যস্থতা করেছিল।

সূত্র: রয়টার্স