
মন্ট্রিয়েলে সমুদ্র সফরের অবকাশ যাপনের পর প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আর পপ গায়িকা কেটি পেরির প্রেমের সম্পর্ক নিয়ে শুরু হয় গুঞ্জন। জল্পনা পেরিয়ে শোবিজের সে গুঞ্জনকে এবার আনুষ্ঠানিক রূপ দিয়েছেন ট্রুডো। সম্প্রতি জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার স্ত্রীর সঙ্গে এক কূটনৈতিক মধ্যাহ্নভোজে কেটিকে সঙ্গিনী করে হাজির হয়ে এক নাটকীয় পর্দা উন্মোচন করেন। যেন হঠাৎ করেই বাস্তবের মঞ্চে পর্দা উঠলো এক অপ্রত্যাশিত প্রেমকাহিনির।
চারজনের একসঙ্গে তোলা একটি ছবি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে কেটি পেরির সঙ্গে সম্পর্কের সিলমোহর দিয়েছেন এ সেলিব্রেটি। ক্যাপশনে ট্রুডো লিখেন, কেটি এবং আমি আপনাদের সঙ্গে দেখা করতে পেরে খুবই আনন্দিত।
পোস্টটি প্রকাশ হতেই নেটদুনিয়ায় শুরু হয় তুমুল আলোড়ন। ভক্তদের দাবি সবচেয়ে অপ্রত্যাশিত প্রেমের ঘোষণা এটি। জানা যায়, টোকিওর সেই মধ্যাহ্নভোজে অংশ নিতে কেটি পেরি সাময়িকভাবে বিরতি টানেন তার চলমান সংগীতসফর ‘দ্য লাইফটাইমস ওয়ার্ল্ড ট্যুর’।
এদিকে ক্যারিয়ারের ব্যস্ত সময় থেকে ব্যক্তিগত সময় বের করতে কেটির যাত্রাপথে সামিল হতে প্রায়ই দেখা যায় ট্রুডোকে। যে কারণে কেটির কানাডা কনসার্টেও দেখা মিলেছিল ট্রুডোর।
গত জুলাইয়ে মন্ট্রিয়ালের এক নৈশভোজে প্রথম একসঙ্গে সময় কাটাতে গিয়ে ক্যামেরাবন্দি হন কেটি- ট্রুডো। ওই ঘটনার মাসের মধ্যেই নতুন সম্পর্কের ঘোষণা দিলেন কানাডার প্রাক্তন এ প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, চলতি বছর অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে ১৩ বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটান কেটি। অন্যদিকে, স্ত্রী সোফি গ্রেগোয়ারের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ট্রুডো।
বিনোদন ডেস্ক 






































