
মেহেদী হাসান, রাজবাড়ী
রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর ঈদগাহ মাঠ সংলগ্ন কবরস্থানে দূর্বৃত্তদের দেওয়া আগুনে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) ভোররাতের দিকে অজ্ঞাত ব্যক্তিরা পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগ ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কবরস্থানের কেয়ারটেকার প্রথমে আগুন দেখতে পান এবং মাইকে ঘোষণা দিয়ে বিষয়টি গ্রামবাসীকে জানান। পরে স্থানীয়রা দ্রুত ছুটে এসে সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও ঘটনাটি কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংবাদ পেয়ে পাংশা থানা পুলিশ এবং পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি বলেন,
“প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি প্রাকৃতিক কোনো দুর্ঘটনা নয়; এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”
ঈদগাহ ও গোরস্থান কমিটির সভাপতি এবং বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান সজীব হোসেন ঘটনাটিকে ‘অত্যন্ত জঘন্য ও অপরাধমূলক কাজ’ হিসেবে উল্লেখ করে বলেন,
“যারা এ নাশকতা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”
ঘটনাটি ঘিরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
মেহেদী হাসান, রাজবাড়ী 






































