
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ পৌর শহরের নতুন ভাঙ্গাবাড়ি ও রহমতগঞ্জ মহল্লাবাসীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
রবিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সংঘর্ষ চলে। এ সময় ধাওয়া–পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ এবং ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নতুন ভাঙ্গাবাড়ি ও রহমতগঞ্জ এলাকার বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্রথম দফা সংঘর্ষের ঘটনা ঘটে। রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রবিবার সকালে ফের সংঘর্ষ শুরু হলে বাহিরগোলা সড়ক ও কাঠেরপুল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসানুজ্জামান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ প্রতিনিধি 






































