সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মনিরামপুরে আড়াই মাস পর কবর থেকে লাশ উত্তোলন 

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৮:৩৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১২
যশোর অফিস 
মনিরামপুরের নেহালপুর গ্রামে জমি-বিরোধজনিত কারণে নিহত সন্দেহে মজিদ দফাদার (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ দাফনের আড়াই মাস পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে।
রোববার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়।
অভিযোগ রয়েছে, জমি লিখে নিতে চাপ দেওয়াকে কেন্দ্র করে ছেলে সোহরাব দফাদার ১৫ সেপ্টেম্বর পিতাকে মারধর করে ঘরে আটকে রাখে। পরে তার মৃত্যু হলে তড়িঘড়ি করে দাফন করা হয়। এঘটনায় নিহতের ভগ্নিপতি সাত্তার মোল্যা আদালতে হত্যা মামলা করেন (সিআর-১১২৪/২৫), যা পরে থানায় রেকর্ড হয়।
তদন্তকারী কর্মকর্তা জানান,সোহরাবকে গত ৫ নভেম্বর আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।
জনপ্রিয়

ঢাকায় দূতাবাস খুলবে আজারবাইজান

মনিরামপুরে আড়াই মাস পর কবর থেকে লাশ উত্তোলন 

প্রকাশের সময় : ০৮:৩৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
যশোর অফিস 
মনিরামপুরের নেহালপুর গ্রামে জমি-বিরোধজনিত কারণে নিহত সন্দেহে মজিদ দফাদার (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ দাফনের আড়াই মাস পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে।
রোববার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়।
অভিযোগ রয়েছে, জমি লিখে নিতে চাপ দেওয়াকে কেন্দ্র করে ছেলে সোহরাব দফাদার ১৫ সেপ্টেম্বর পিতাকে মারধর করে ঘরে আটকে রাখে। পরে তার মৃত্যু হলে তড়িঘড়ি করে দাফন করা হয়। এঘটনায় নিহতের ভগ্নিপতি সাত্তার মোল্যা আদালতে হত্যা মামলা করেন (সিআর-১১২৪/২৫), যা পরে থানায় রেকর্ড হয়।
তদন্তকারী কর্মকর্তা জানান,সোহরাবকে গত ৫ নভেম্বর আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।