সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমিকের ডাকে সাড়া দিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

প্রতীকী ছবি

প্রেমিকের ডাকে সাড়া দিতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণে শিকার হয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার এক স্কুলছাত্রী। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার (৭ ডিসেম্বর) বুলবুল (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুলবুল ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দিলপাশার ইউনিয়নের চাচকিয়া গ্রামের যুবক হাসানুজ্জামানের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সুবাদে শনিবার রাত ৯টার দিকে হাসানুজ্জামান ওই কিশোরীকে ফোনে কিশোরীর বাড়ির পাশে ডেকে নিয়ে কথা বলছিল। এসময় কয়েকজন যুবক কিশোরীকে জোরপূর্বক মাঠের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনার দুই ঘণ্টা পর মেয়েটি বাড়ি ফিরে আসে।

পরে বিষয়টি জানাজানি হলে শনিবার রাতে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু বিষয়টি আপসযোগ্য নয় বলে ভাঙ্গুড়া থানায় অভিযোগ করে কিশোরীর পরিবার। ঘটনার পর থেকেই হাসানুজ্জামানসহ অন্যান্য অভিযুক্ত যুবকরা পলাতক রয়েছে।

রোববার ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার মনজুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধর্ষিতাকে উদ্ধার করে মেডিক্যাল পরীক্ষার জন্য পাবনা সিভিল সার্জনের অফিসে পাঠানো হয়েছে।

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চারজনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। এতে অভিযুক্ত বুলবুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরকে আটকের চেষ্টা করা হচ্ছে।

জনপ্রিয়

সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জন ট্রাইব্যুনালে

প্রেমিকের ডাকে সাড়া দিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

প্রকাশের সময় : ১০:৪২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

প্রেমিকের ডাকে সাড়া দিতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণে শিকার হয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার এক স্কুলছাত্রী। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার (৭ ডিসেম্বর) বুলবুল (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুলবুল ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দিলপাশার ইউনিয়নের চাচকিয়া গ্রামের যুবক হাসানুজ্জামানের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সুবাদে শনিবার রাত ৯টার দিকে হাসানুজ্জামান ওই কিশোরীকে ফোনে কিশোরীর বাড়ির পাশে ডেকে নিয়ে কথা বলছিল। এসময় কয়েকজন যুবক কিশোরীকে জোরপূর্বক মাঠের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনার দুই ঘণ্টা পর মেয়েটি বাড়ি ফিরে আসে।

পরে বিষয়টি জানাজানি হলে শনিবার রাতে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু বিষয়টি আপসযোগ্য নয় বলে ভাঙ্গুড়া থানায় অভিযোগ করে কিশোরীর পরিবার। ঘটনার পর থেকেই হাসানুজ্জামানসহ অন্যান্য অভিযুক্ত যুবকরা পলাতক রয়েছে।

রোববার ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার মনজুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধর্ষিতাকে উদ্ধার করে মেডিক্যাল পরীক্ষার জন্য পাবনা সিভিল সার্জনের অফিসে পাঠানো হয়েছে।

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চারজনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। এতে অভিযুক্ত বুলবুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরকে আটকের চেষ্টা করা হচ্ছে।