
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জলমহাল ও পলো উৎসব নিয়ে সৃষ্ট আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ই ডিসেম্বর ) বিকেলে শহরের পৌর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মো.ইসলাম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো.মুহিবিল্লাহ আকন্দ, থানার ওসি আমিনুল ইসলাম,উপজেলা জামাতে ইসলামের সেক্রেটারি মো.কামরুল ইসলাম,এনসিপি’র সমন্বয়ক নিলয় রশিদ তম্ময়,কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম,এ মতলিব, ভূনবীর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এহাওর মেম্বার,সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন,মির্জাপুর ইউপি চেয়ারম্যান মিছলু আহমেদ,সাতগাঁও ইউপি চেয়ারম্যান রুগু নাথ।
এসময় ভূনবীর ইউনিয়নের থেকে আগত শতাধিক এলাকাবাসী এ মতবিনিময় সভায় অংশ নেন। গত ১লা ডিসেম্বর ভূনবীর ইউনিয়নে ইজারাকৃত জলমহাল ও আশপাশের এলাকায় পলো বাওয়া নিয়ে সৃষ্ট আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন কল্পে ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে সৌহার্দ্য পরিবেশ ফিরিয়ে আনার লক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় এলাকাবাসীর মধ্যে থেকে বক্তাগণ বলেন,দীর্ঘ বছর থেকে মৎসজীবিদের নামে বিল ইজারা নিয়ে ইজারাকৃত জলমহালের বাহিরে এক শ্রেণীর সুবিধাভোগীরা শত শত একর জায়গা দখল করে নিষিদ্ধ জাল ফেলে মাছ শিকারের কারণে মূলত ক্ষোভের বহিঃপ্রকাশ হয় সেই দিনের ঘটনায়। এই অবৈধ দখলের কারণে লোকজন হাওরে মহিষ চরাতে পারেন না,পলো উৎসবে বাঁধা প্রাপ্ত হন বলে জানান বক্তরা।
এসময় মৎসজীবির পক্ষ থেকে জনৈক বক্তা বলেন,তাদের তিনটি সমবায় সমিতি জলমহাল নীতিমালার বাহিরে মাছ শিকার করে না। অন্য সমবায় সমিতির ব্যাপারে প্রশাসনের তদারকি প্রয়োজন বলে তিনি মনে করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, ভূনবীর ইউনিয়নে আপাততঃ সরকারি ২০ টি জলমহালের সীমানা নির্ধারণের আগ পর্যন্ত পলো বাওয়া বন্ধ রাখার অনুরোধ করেন। এসময় উপস্থিত সবাই উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্যের সাথে একমত পোষণ করেন। উপজেলার আইন-শৃঙখলা রক্ষার স্বার্থে সকল জনসাধারণের সহযোগিতা চান তিনি।
ঐদিনের ঘটনায় থানায় মামলা প্রসঙ্গে ওসি বলেন,এ বিষয়ে তদন্ত করে যারা নির্দোষ রয়েছেন তারা অবশ্যই আইনের আওতায় আসবেন না এবং এ বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: 






































