মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সময়মতো নির্বাচন না হলে দেশে ‘গণ বিপ্লব’ ঘটবে: সিরাজগঞ্জে আশরাফ আলী আকন

সিরাজগঞ্জ প্রতিনিধি
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার শেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জাতীয় নির্বাচন নির্ধারিত সময়ে আয়োজন, দুর্নীতি বিরোধী অবস্থান এবং রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। তিনি রাষ্ট্র পরিচালনায় গত পাঁচ দশকে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা না আসা, দুর্নীতি সমস্যার বিস্তার এবং জনস্বার্থ রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন।
সমাবেশে রাজনৈতিক দলগুলোর প্রতি নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ না করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ধর্ম ও বর্ণ নির্বিশেষে নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনের বিষয় তুলে ধরা হয়।
এছাড়া দেশে কৃষিখাতে সার সরবরাহে ঘাটতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং এ ক্ষেত্রে দায়িত্বশীলদের জবাবদিহির দাবি জানানো হয়। দেশের সম্পদ অবৈধভাবে আত্মসাৎ রোধের বিষয়টিও সমাবেশে গুরুত্ব পায়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের বেলকুচি থানা আমির মাওলানা রেজাউল করিম।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) আসনের দলীয় মনোনীত প্রার্থী মুফতি হাজী শেখ মোহাম্মদ নুরুন নাবী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লোন্নিত সিরাজগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুস সামাদ, চৌহালী উপজেলা সভাপতি প্রফেসর আব্দুস ছাত্তার এবং এনায়েতপুর থানা সভাপতি মুফতি আলমগীর হোসেন।
জনপ্রিয়

চার নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

সময়মতো নির্বাচন না হলে দেশে ‘গণ বিপ্লব’ ঘটবে: সিরাজগঞ্জে আশরাফ আলী আকন

প্রকাশের সময় : ০৭:৫৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার শেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জাতীয় নির্বাচন নির্ধারিত সময়ে আয়োজন, দুর্নীতি বিরোধী অবস্থান এবং রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। তিনি রাষ্ট্র পরিচালনায় গত পাঁচ দশকে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা না আসা, দুর্নীতি সমস্যার বিস্তার এবং জনস্বার্থ রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন।
সমাবেশে রাজনৈতিক দলগুলোর প্রতি নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ না করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ধর্ম ও বর্ণ নির্বিশেষে নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনের বিষয় তুলে ধরা হয়।
এছাড়া দেশে কৃষিখাতে সার সরবরাহে ঘাটতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং এ ক্ষেত্রে দায়িত্বশীলদের জবাবদিহির দাবি জানানো হয়। দেশের সম্পদ অবৈধভাবে আত্মসাৎ রোধের বিষয়টিও সমাবেশে গুরুত্ব পায়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের বেলকুচি থানা আমির মাওলানা রেজাউল করিম।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) আসনের দলীয় মনোনীত প্রার্থী মুফতি হাজী শেখ মোহাম্মদ নুরুন নাবী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লোন্নিত সিরাজগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুস সামাদ, চৌহালী উপজেলা সভাপতি প্রফেসর আব্দুস ছাত্তার এবং এনায়েতপুর থানা সভাপতি মুফতি আলমগীর হোসেন।