
মেহেদী হাসান, রাজবাড়ী
রাজবাড়ী সদর উপজেলার ৯ নং পৌরসভার ধুনছি গ্রামে যৌথ বাহিনীর টাস্কফোর্স অভিযানে তাজা পিস্তলের এ্যামুনেশনসহ চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপ-অধিনায়ক মেজর মোস্তফার নেতৃত্বে যৌথ বাহিনীর এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ীর প্রতিনিধি, সদর থানা পুলিশের একটি টিম এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক অংশ নেন।
অভিযান চলাকালে ধুনছি গ্রামের মৃত জুলমত ফকিরের ছেলে মোঃ রমজান মিয়া (৩০)-কে তার বাড়ি থেকে তাজা পিস্তলের এ্যামুনেশনসহ বিভিন্ন সরঞ্জামসহ গ্রেফতার করা হয়। একই সময়ে মাদক কেনার অভিযোগে ছোট নুরপুর গ্রামের শহিদুলের ছেলে মোঃ লিয়ন (২৬), নাজমুল হাসানের ছেলে মোঃ শিহাব (২৫) এবং আহমদ আলীর ছেলে মোঃ মেহেদী নূর হাবিব (২৫)-কে গ্রেফতার করে যৌথ বাহিনী।
উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ২টি তাজা পিস্তল এ্যামুনেশন, ১টি খালি মদের বোতল, ১টি দেশীয় ধারালো চাকু এবং ১টি হাতুড়ি। পরে উদ্ধারকৃত অস্ত্র-এ্যামুনেশনসহ সমস্ত মালামাল ও চারজনকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এলাকায় মাদক, অবৈধ অস্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মেহেদী হাসান, রাজবাড়ী 







































