
যশোর অফিস
চলতি বোরো মৌসুমে জেলার সারের চাহিদা, সারের চাহিদা কত, ইউনিয়নের ডিলারের তালিকা প্রকাশ, নামে – বেনামে এক ব্যক্তির নামে একাধিক লাইসেন্স বাতিল, চাহিদা অনুযায়ী সার সরবরাহ ও সারের মূল্য কমানোর দাবিতে সোমবার দুপুরে সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে জাতীয় কৃষক খেতমজুর সমিতি যশোর জেলা কমিটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিম উর রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক বিপুল বিশ্বাস, জেলা নেতা অনিল বিশ্বাস, পলাশ বিশ্বাস, সাহবুদ্দিন বাটুল, রবিউল ইসলাম, আব্দুল আজিজ, আব্দুল হালিম, আব্দুল হক প্রমুখ। দাবি সমুহ পূরন না হলে আগামী ৩১ ডিসেম্বর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থান ও স্মারকলিপি প্রদান করা হবে।
যশোর অফিস 






































