
যশোর প্রতিনিধি
যশোর সদরের রায়মানিক দাইতলা গ্রামে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ৩ ডিসেম্বর। আজ শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। রাত আটটার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবার জানায়,গত ৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে শিশুটি এলাকার মুদি দোকানদার সোহাগের দোকানে ‘সেন্টার ফ্রুট’ কিনতে যায়। এই সময় সোহাগ কৌশলে শিশুটির মুখ চেপে ধরে দোকানের পাশে থাকা গোডাউনের মধ্যে নিয়ে যায় এবং মুখ গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করে। সোমবার বিষয়টি জানাজানি হলে সোহাগ পালিয়ে যায়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। পরে ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন। তবে সোহাগকে এখনো আটক করা সম্ভব হয়নি।
যশোর প্রতিনিধি 






































