মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থীর ওপর হামলার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের একাংশ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা শাহীনুর আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কাজীপুর উপজেলার সোনামুখী বাজার এলাকায় সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে।
ওই রাতে সোনামুখী এলাকায় একটি ইসলামী জলসা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে ফেরার সময় প্রার্থীর গাড়িবহরকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়।
মূল ঘটনায় দেখা যায়, জলসা শেষে বাড়ি ফেরার পথে সোনামুখী বাজার এলাকায় পৌঁছালে গাড়িবহরের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলার অভিযোগ ওঠে। এতে অন্তত ১০–১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নজরুল ইসলাম, ওমর ফারুক ও আব্দুল আওয়ালকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাসঙ্গিক তথ্যে জানা যায়, জেলা জামায়াতের পক্ষ থেকে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজার সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে। এদিকে বিএনপি পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার সত্যতা যাচাই করছে। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।
জনপ্রিয়

মামদানির জননিরাপত্তা ট্রানজিশন টিমে দোষী সাব্যস্ত সশস্ত্র ডাকাত নিয়োগ

সিরাজগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থীর ওপর হামলার অভিযোগ

প্রকাশের সময় : ১১:৫২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের একাংশ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা শাহীনুর আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কাজীপুর উপজেলার সোনামুখী বাজার এলাকায় সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে।
ওই রাতে সোনামুখী এলাকায় একটি ইসলামী জলসা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে ফেরার সময় প্রার্থীর গাড়িবহরকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়।
মূল ঘটনায় দেখা যায়, জলসা শেষে বাড়ি ফেরার পথে সোনামুখী বাজার এলাকায় পৌঁছালে গাড়িবহরের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলার অভিযোগ ওঠে। এতে অন্তত ১০–১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নজরুল ইসলাম, ওমর ফারুক ও আব্দুল আওয়ালকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাসঙ্গিক তথ্যে জানা যায়, জেলা জামায়াতের পক্ষ থেকে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজার সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে। এদিকে বিএনপি পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার সত্যতা যাচাই করছে। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।