
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর গাবতলা এলাকায় একটি শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ কাপড়, কম্পিউটার, আসবাবপত্র ও চারটি মেশিন পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোরে সেরাজুল ও বাবু মল্লিকের মালিকানাধীন বিসমিল্লাহ ডিজিটাল শাড়ি প্রিন্ট কারখানায় আগুন লাগে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বেলকুচি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সময় কারখানায় সংরক্ষিত বিপুল পরিমাণ প্রস্তুত ও অর্ধপ্রস্তুত শাড়ির কাপড়, অফিস সরঞ্জাম, কম্পিউটার এবং চারটি প্রিন্ট মেশিন সম্পূর্ণভাবে পুড়ে যায়। কারখানা কর্তৃপক্ষের প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫৬ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর সংশ্লিষ্টরা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়। অগ্নিকাণ্ডের কারণ ও সার্বিক ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ নির্ধারণে প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। কারখানার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি: 






































