
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। উপজেলায় সোমবার (৯ ডিসেম্বর) সকাল থেকে মানববন্ধন, র্যালি এবং আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর এ আয়োজন করে।
উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা খানম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার, বালিয়াকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ আলীম আল রাজী, কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষসহ অন্যান্য কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে ৫টি ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য হেনা বেগম, নীলিমা রানী বিশ্বাস, সুস্মিতা কুন্ডু, শিউলি খাতুন ও রেহেনা পারভিনকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সোহেল মিয়া।
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি 






































