
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বেগম রোকেয়া দিবসে অদম্য নারী পুরস্কার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৯ই ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থা এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও অদম্য নারী পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষযক অধিদপ্তর এর উপ-পরিচালক শায়েদা আক্তার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিব হোসেন, শ্রীমঙ্গল সরকারী কলেজের (সাবেক) অধ্যক্ষ সৈয়দ মো: মহসিন, মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালের উপ-পরিচালক প্রনয় কান্তি দত্ত প্রমুখ।
জেলা পর্যায়ে অদম্য নারীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। জেলা পর্যায়ে অদম্য নারী সম্মাননা যারা পেয়েছেন তারা হলেন- অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের আলী বস্তিবাসী সায়রা বেগম, সুফিয়া রহমান, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপন গ্রামের আমিনা বেগম, সফল জননী নারী বড়লেখা উপজেলার শাহবাজপুর সায়পুর গ্রামের হাজেরা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে নতুন জীবন শুরু করা নারী বড়লেখা উপজেলার কাঠালতলী মাখবঘুল গ্রামের আয়শা আক্তার মুক্তা।
নারীদের সামনের দিকে এগিয়ে আসা সামাজিক ভাবে ভালো লক্ষণ যা দেশ ও জাতির জন্য আশাজনক বার্তা বহন করে।
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: 






































