
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, এখনো মানবাধিকার রাষ্ট্রিয় ক্ষমতাসীনদের হ্যাঙ্গাওে ঝোলানো। মাধবাধিকার থেকে বঞ্চিত ভাসমান-নদী ভাঙ্গনের শিকার ৩৭ লক্ষ মানুষের পাশাপাশি সারাদেশে সাধারণ মানুষের একটি বড় অংশ। সেই সাথে একাত্তরের মানবতা লঙ্ঘণকারীদের বিচার করতে না পারার ব্যর্থতায় আজ জাতি হিসেবে বাংলাদেশের প্রতিটা মানুষকে মানবাধিকার লঙ্ঘণের শিকার হতে হচ্ছে। কখনো এই পক্ষ, কখনো ওই পক্ষ ক্ষমতায় আসলে দুই পক্ষই মানবাধিকার লঙ্ঘণের রাস্তাটাকে প্রশস্থ করেছে।
১০ ডিসেম্বর সকালে তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ৭৭ তম মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় প্রেসিডিয়াম মেম্বার গাজী মনসুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সদস্য মিজান ঢালী, হুমায়ুন কবির জীবন প্রমুখ বক্তব্য রাখেন।
মোমিন মেহেদী এসময় আরো বলেন, নির্মম হলেও সত্য অতিতের মানবাধিকার লঙ্ঘণের রাস্তাকে আরো প্রশস্থ করছে ছাত্রদের সরকার খ্যাত অন্তবর্তী সরকার। যে কারণে অধ্যাপক কলিমুল্লাহর মত শত শত মানুষকে দিনের পর দিন জামিনহীন দিন কাটাতে হচ্ছে। আগে গুম হতো, আর এখন উঠিয়ে নিয়ে যাওয়া হয় ওয়ারেন্ট ব্যতিত। মানবাধিকার লঙ্ঘণের দিক থেকে ১৬ বছরকে হার মানিয়েছে ১৬ মাসের সরকার। তার প্রমাণ ভুড়ি ভুড়ি আছে- ছাত্রদের প্রতিটি আন্দোলনের পাশাপাশি শিক্ষকদের প্রতিটি আন্দোলনে পুলিশের পিকেটিং, সাউন্ডগ্রেনেড হামলা; শ্রমিকদের অধিকার আদায়ের কর্মসূচিকে ভয়ংকরভাবে পণ্ড করবার ঘটনা।
নিজস্ব প্রতিবেদক 






































