
মেহেদী হাসান, রাজবাড়ী
রাজবাড়ীতে জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।
সাংবাদিকদের সাথে পরিচিতি পর্বশেষে মতবিনিময় সভায় বক্তব্য দেন রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি কাজী আবদুল কুদ্দুস বাবু,সহ সভাপতি ও আর টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন,একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন,গ্লোবাল টেলিভিশন এর জেলা প্রতিনিধি খোন্দকার রবিউল ইসলাম,প্রমুখ। বক্তারা এ জেলার মাদক, ইভটিজিং,অনলাইন জুয়া, ফুটপাত দখল সহ বিভিন্ন সমশ্যার বিষয়ে তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম-সেবা) সাংবাদিকদের আস্বস্ত করে বলেন আপনাদের উল্লেখিত বিষয় সমাধানে জেলা পুলিশ আন্তরিকতা সাথে কাজ করবে পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষেও আমাদের সর্বচ্চ প্রেচেস্টা থাকবে। আশা করছি আপনারা সহযোগিতা করবেন।
এসময় অতিরিক্ত পুলিম সুপার তাপস কুমার পাল,সদর সার্কেল শহিদুল ইসলাম সহ অন্যন কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান, রাজবাড়ী 







































