
মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশ স্বাধীন হওয়ার পর ৫৩ বছরে যারা ক্ষমতায় ছিল, তারা বিদেশে টাকা পাচার করেছে, উন্নয়নের নামে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এ সমাবেশের মাধ্যমে আমরা স্পষ্ট করতে চাই দুর্নীতিবাজ, চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে আর হবে না। জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করবে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মোংলা উপজেলা ও পৌর শাখার আয়োজনে শাপলা চত্বরে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও এর ভিত্তিতে গণভোট আয়োজনসহ পাঁচ দাবিতে গণ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর সাবেক সরকারগুলোর বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার ও জনগণের ভোটাধিকার হরণের অভিযোগ তুলে বলেন, ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের উৎখাত করা হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে দিত হবে। আর যারা ক্ষমতায় গিয়ে দেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদের এদেশে আর সুযোগ দেওয়া হবে না।
চরমোনাই পীর বলেন, আপনারা অনেক শাসন দেখেছেন, এবার ইসলামকে সুযোগ দিন, আমরা একটি সুখী, সমৃদ্ধশালী ইসলামী কল্যাণ রাষ্ট্র উপহার দেব ইনশাল্লাহ। ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি থাকবে না, অবিচার থাকবে না, খুনা-খুনি থাকবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না।
উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মোঃ রেজাউল করীম মৃধা’র সভাপতিত্বে সমাবেশে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বাগেরহাট-৩ (রামপাল-মোংলা), ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সদস্য ও জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ আলহাজ্ব শেখ জিল্লুর রহমান।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাও. আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাও. মাহফুজুর রহমান, সেক্রেটারি হাফেজ মাও. মোশাররফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ ইকবাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোংলা পৌর শাখার সভাপতি হাফেজ মাও. রেজাউল করীম সহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও সহযোগী সংগঠনসমূহ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ 





































