
যশোর অফিস
ঝিনাইদহের কালীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার দিনগত রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন।
মরহুম আনোয়ার হোসেন দীর্ঘদিন কিডনি, রক্ত, ডায়াবেটিকসহ শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
বুধবার জোহর বাদ নামাজে জানাজা শেষে ঝিনাইদহের কালীগঞ্জের খয়েরতলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের ছোট ছেলে বি এম ফারুক আরটিভি যশোর জেলা প্রতিনিধি। বি এম ফারুক যশোরের সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সম্পাদক দেওয়ার মোর্শেদ আলম। নেতৃদ্বয় এক বিবৃতিতে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
যশোর অফিস 





































