বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে শিশু ধর্ষণ: অভিযুক্তকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৯:৪৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
যশোর অফিস 
যশোরে বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্ত ধর্ষক সোহাগের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে গ্রামবাসী। বুধবার দুপুরে তারা শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে অবশেষে প্রেসক্লাব যশোরের সামনে এসে শেষ হয়। সেখানে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন বহু মানুষ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত সোহাগ ও তার পরিবারের সদস্যরা মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি-ধামকি দিচ্ছেন। এমনকি ‘দেখে নেওয়ার’ হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করা হচ্ছে।
গত ৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে ওই শিশুটি এলাকার মুদি দোকানদার সোহাগের দোকানে ‘সেন্টার ফ্রুট’ কিনতে গিয়েছিল। অভিযোগ, এই সুযোগে সোহাগ শিশুটির মুখ চেপে ধরে দোকানের পাশে থাকা গোডাউনে নিয়ে যায় এবং গামছা দিয়ে মুখ বেঁধে তাকে ধর্ষণ করে।
সোমবার বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত সোহাগ দ্রুত এলাকা থেকে পালিয়ে যায়। মঙ্গলবার ভুক্তভোগী শিশুর পরিবার এ ঘটনায় মামলা করে। বর্তমানে অভিযুক্ত সোহাগ অধরাই রয়েছেন, তবে তার আটকের দাবিতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
ঘটনা প্রসঙ্গে কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল বলেন,মামলাটি রেকর্ড করেছি। অভিযুক্ত আসামি সোহাগকে দ্রুত আটকে অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয়

যশোরে বিশ্ব মানবিক মর্যাদা দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন

যশোরে শিশু ধর্ষণ: অভিযুক্তকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ

প্রকাশের সময় : ০৯:৪৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
যশোর অফিস 
যশোরে বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্ত ধর্ষক সোহাগের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে গ্রামবাসী। বুধবার দুপুরে তারা শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে অবশেষে প্রেসক্লাব যশোরের সামনে এসে শেষ হয়। সেখানে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন বহু মানুষ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত সোহাগ ও তার পরিবারের সদস্যরা মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি-ধামকি দিচ্ছেন। এমনকি ‘দেখে নেওয়ার’ হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করা হচ্ছে।
গত ৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে ওই শিশুটি এলাকার মুদি দোকানদার সোহাগের দোকানে ‘সেন্টার ফ্রুট’ কিনতে গিয়েছিল। অভিযোগ, এই সুযোগে সোহাগ শিশুটির মুখ চেপে ধরে দোকানের পাশে থাকা গোডাউনে নিয়ে যায় এবং গামছা দিয়ে মুখ বেঁধে তাকে ধর্ষণ করে।
সোমবার বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত সোহাগ দ্রুত এলাকা থেকে পালিয়ে যায়। মঙ্গলবার ভুক্তভোগী শিশুর পরিবার এ ঘটনায় মামলা করে। বর্তমানে অভিযুক্ত সোহাগ অধরাই রয়েছেন, তবে তার আটকের দাবিতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
ঘটনা প্রসঙ্গে কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল বলেন,মামলাটি রেকর্ড করেছি। অভিযুক্ত আসামি সোহাগকে দ্রুত আটকে অভিযান অব্যাহত রয়েছে।