বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে দ্বিতীয় বারের মত “হারমোনি ফ্যাস্টিবল” সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বহুসাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক হারমোনি ফেস্টিভ্যালকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ র‌্যালীতে খাসি, গারো, ত্রিপুরা, মনিপুরীসহ বিভিন্ন জাতীগোষ্ঠির মানুষ তাদের নিজস্ব পোশাক পরিধান করে র‌্যালিতে অংশ নেন।
র‌্যালীতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন প্রমুখ।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, ‘শ্রীমঙ্গলে ২৬টি গেজেটেট ক্ষুদ্র নৃগোষ্টির বসবাস রয়েছে। তাদের কৃষ্টি কালচারকে বাংলাদেশ তথা সারা বিশ্বে তুলে ধরার জন্য গত বছর শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আয়োজননে হারমনি ফেস্টিবল সিজন ১ অনুষ্ঠিত করা হয়েছিল। তার সাফল্যের ধারাবাহিকতায় আগামী ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠান মালার তিন দিনে ৬৩ টি সাংস্কৃতিক পরিবেশনা হবে। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্টীর বিভিন্ন স্টল থাকবে।’
জনপ্রিয়

ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি

শ্রীমঙ্গলে দ্বিতীয় বারের মত “হারমোনি ফ্যাস্টিবল” সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশের সময় : ০৮:২৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বহুসাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক হারমোনি ফেস্টিভ্যালকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ র‌্যালীতে খাসি, গারো, ত্রিপুরা, মনিপুরীসহ বিভিন্ন জাতীগোষ্ঠির মানুষ তাদের নিজস্ব পোশাক পরিধান করে র‌্যালিতে অংশ নেন।
র‌্যালীতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন প্রমুখ।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, ‘শ্রীমঙ্গলে ২৬টি গেজেটেট ক্ষুদ্র নৃগোষ্টির বসবাস রয়েছে। তাদের কৃষ্টি কালচারকে বাংলাদেশ তথা সারা বিশ্বে তুলে ধরার জন্য গত বছর শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আয়োজননে হারমনি ফেস্টিবল সিজন ১ অনুষ্ঠিত করা হয়েছিল। তার সাফল্যের ধারাবাহিকতায় আগামী ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠান মালার তিন দিনে ৬৩ টি সাংস্কৃতিক পরিবেশনা হবে। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্টীর বিভিন্ন স্টল থাকবে।’