মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিটেনের জাদুঘর থেকে ৬ শতাধিক মূল্যবান শিল্পকর্ম চুরি

ছবি-সংগৃহীত

ফ্রান্সের ল্যুভর জাদুঘরে চুরির ঘটনার পর এবার ব্রিটেনের ব্রিস্টল জাদুঘর থেকেও উধাও হয়েছে ৬০০-র বেশি মূল্যবান শিল্পকর্ম। দক্ষিণ-পশ্চিম যুক্তরাজ্যের পুলিশ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট চারজন সন্দেহভাজনের ছবি প্রকাশ করা হয়েছে। তাদের পরিচয় বা অবস্থান সম্পর্কে তথ্য দিতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ব্রিস্টল সিটি কাউন্সিলের তথ্য অনুযায়ী, চুরি যাওয়া শিল্পকর্মগুলোর মধ্যে রয়েছে-গয়না, পদক, খোদাই করা হাতির দাঁত, ব্যাজ, রুপার বিভিন্ন অলংকার, ব্রোঞ্জের মূর্তিসহ অসংখ্য ঐতিহাসিক বস্তু। তদন্ত কর্মকর্তারা বলেছেন, এসব শিল্পকর্মের সাংস্কৃতিক মূল্য অত্যন্ত উচ্চ। জাদুঘর কর্তৃপক্ষও জানায়, সংগ্রহগুলোর অনেকটির সঙ্গে বিভিন্ন দেশের ইতিহাস জড়িয়ে আছে, যা সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে অনেক দেশের অতীতের অমূল্য রেকর্ড ছিল এসব সংগ্রহে।
 
তবে চুরির আড়াই মাসের বেশি সময় পর কেন সন্দেহভাজনদের ছবি প্রকাশ করা হলো এ বিষয়ে পুলিশ বিস্তারিত ব্যাখ্যা দেয়নি।
 
ব্রিস্টল সিটি কাউন্সিলের ‘কালচার অ্যান্ড ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ’ বিভাগের প্রধান ফিলিপ ওয়াকার বলেন, এই শিল্পকর্মগুলো ছিল ২০০ বছরের ব্রিটিশ সাম্রাজ্য ও সংশ্লিষ্ট ইতিহাসের জীবন্ত দলিল। বিশ্বজুড়ে অনেক দেশের অতীতের অমূল্য রেকর্ড ছিল এসব সংগ্রহে। সূত্র: আল জাজিরা
জনপ্রিয়

গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন: প্রধান উপদেষ্টা

ব্রিটেনের জাদুঘর থেকে ৬ শতাধিক মূল্যবান শিল্পকর্ম চুরি

প্রকাশের সময় : ০৮:৫৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

ফ্রান্সের ল্যুভর জাদুঘরে চুরির ঘটনার পর এবার ব্রিটেনের ব্রিস্টল জাদুঘর থেকেও উধাও হয়েছে ৬০০-র বেশি মূল্যবান শিল্পকর্ম। দক্ষিণ-পশ্চিম যুক্তরাজ্যের পুলিশ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট চারজন সন্দেহভাজনের ছবি প্রকাশ করা হয়েছে। তাদের পরিচয় বা অবস্থান সম্পর্কে তথ্য দিতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ব্রিস্টল সিটি কাউন্সিলের তথ্য অনুযায়ী, চুরি যাওয়া শিল্পকর্মগুলোর মধ্যে রয়েছে-গয়না, পদক, খোদাই করা হাতির দাঁত, ব্যাজ, রুপার বিভিন্ন অলংকার, ব্রোঞ্জের মূর্তিসহ অসংখ্য ঐতিহাসিক বস্তু। তদন্ত কর্মকর্তারা বলেছেন, এসব শিল্পকর্মের সাংস্কৃতিক মূল্য অত্যন্ত উচ্চ। জাদুঘর কর্তৃপক্ষও জানায়, সংগ্রহগুলোর অনেকটির সঙ্গে বিভিন্ন দেশের ইতিহাস জড়িয়ে আছে, যা সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে অনেক দেশের অতীতের অমূল্য রেকর্ড ছিল এসব সংগ্রহে।
 
তবে চুরির আড়াই মাসের বেশি সময় পর কেন সন্দেহভাজনদের ছবি প্রকাশ করা হলো এ বিষয়ে পুলিশ বিস্তারিত ব্যাখ্যা দেয়নি।
 
ব্রিস্টল সিটি কাউন্সিলের ‘কালচার অ্যান্ড ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ’ বিভাগের প্রধান ফিলিপ ওয়াকার বলেন, এই শিল্পকর্মগুলো ছিল ২০০ বছরের ব্রিটিশ সাম্রাজ্য ও সংশ্লিষ্ট ইতিহাসের জীবন্ত দলিল। বিশ্বজুড়ে অনেক দেশের অতীতের অমূল্য রেকর্ড ছিল এসব সংগ্রহে। সূত্র: আল জাজিরা