
ইবি প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবির, ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “হাদী বাংলাদেশের বিবেক, আমাদের চেতনার বিবেক। যে চাই, ৫ আগষ্ট পরবর্তী বাংলাদেশ হবে মানুষের, ন্যায়ের, অন্যায়ের বিপক্ষে তিনিই হলো হাদী। সে তার এলাকায় নির্বাচনী কাজ করছে, সকলে তাকে সহযোগিতা করছে। হাদী সকল দলকে উদ্দেশ্যে করে বলেছেন আপনারা যদি স্বৈরাচারের দোসর হন তাহলে আমি আপনাদের ফিরাবো। আপনারা স্বৈরাচার হতে পারবেন না, তাদের তাবেদার হতে পারবেন না।”
তিনি আরো বলেন, “তাকে যে আঘাত করা হয়েছে, তারা প্রতি ফোঁটা রক্ত আমরা ধারণ করবো। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, হাদীর যেমন অবস্থাই হোক না কেন তাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। এ সমাজের জন্য হাদীকে প্রয়োজন। এই দেশের জন্য, যুবসমাজের জন্য আগামীর বাংলাদেশে হাদীকে দরকার। হাদী আমাদের চেতনা বহন করে। আল্লাহ যেন হাদীকে আমাদের মাঝে ফিরিয়ে দেন এই দোয়া করি। “
ইবি প্রতিনিধি 






































