রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গুলির ঘটনায় প্রতিবাদে সিরাজগঞ্জ এনায়েতপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি 
ঢাকা-৮ আসনের ইনকিলাব মঞ্চের এমপি প্রার্থী ওসমান হাদী এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর গুলি ও হত্যাচেষ্টার প্রতিবাদে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে এনায়েতপুর থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি এনায়েতপুর থানা যুবদলের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে থানা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এনায়েতপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদী এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর গুলির ঘটনা একটি পরিকল্পিত হত্যাচেষ্টা। তারা এটিকে ‘কিলিং মিশন’ হিসেবে আখ্যায়িত করে এর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা আরও বলেন, একটি গোষ্ঠী শুরু থেকেই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং সেই অপচেষ্টা এখনো অব্যাহত। এসব ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার প্রতিহত করার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
সমাবেশে জানানো হয়, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে দেশের সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে তারা দৃঢ় প্রতিজ্ঞ বলেও বক্তারা উল্লেখ করেন।
জনপ্রিয়

তাহসান-রোজার সংসার কী কারণে ভাঙছে

গুলির ঘটনায় প্রতিবাদে সিরাজগঞ্জ এনায়েতপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : ০৫:৪৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি 
ঢাকা-৮ আসনের ইনকিলাব মঞ্চের এমপি প্রার্থী ওসমান হাদী এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর গুলি ও হত্যাচেষ্টার প্রতিবাদে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে এনায়েতপুর থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি এনায়েতপুর থানা যুবদলের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে থানা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এনায়েতপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদী এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর গুলির ঘটনা একটি পরিকল্পিত হত্যাচেষ্টা। তারা এটিকে ‘কিলিং মিশন’ হিসেবে আখ্যায়িত করে এর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা আরও বলেন, একটি গোষ্ঠী শুরু থেকেই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং সেই অপচেষ্টা এখনো অব্যাহত। এসব ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার প্রতিহত করার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
সমাবেশে জানানো হয়, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে দেশের সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে তারা দৃঢ় প্রতিজ্ঞ বলেও বক্তারা উল্লেখ করেন।