সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আ. লীগ ১৭ বছর বুদ্ধিবৃত্তিক বিনাশ করেছে: সালাহউদ্দিন আহমদ

ছবি-সংগৃহীত

স্বাধীনতার চেতনার নামে আওয়ামী লীগ ১৭ বছর ধরে বুদ্ধিবৃত্তিক বিনাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলেচনা সভায় তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ১৪ ডিসেম্বর বাংলাদেশকে মেধাহীন করার ষড়যন্ত্র পাকিস্তানি বাহিনী, রাজাকার, আলবদররা করেছিল। তাতে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু মেধাশূন্য হয়ে যায়নি।

 আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপির এ নেতা বলেন, ১৭ বছর মুক্তিযুদ্ধের কথিত ধারক দলটি স্বাধীনতার চেতনার নামে বুদ্ধিবৃত্তিক বিনাশ করেছে সিস্টেম্যাটিকলি। পুরো জাতিকেই মেধাহীন করার প্রয়াস নিয়েছিল তারা। আওয়ামী লীগ বিনাশ করেছে, আমরা বুদ্ধিবৃত্তিক বিকাশ করতে চাই।
 
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, যড়যন্ত্রকারীরা আমাদের দেশে যারা ফ্যাসিবাদবিরোধী লড়াই করেছে, তাদের হত্যার চেষ্টা করছে। এটা প্রতিরোধ করা না গেলে সাথীদের রক্ত দান ব্যর্থ হয়ে যাবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন ছাড়া যেমন উপায় নেই, তেমনি শান্তিপূর্ণ পরিস্থিতি না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
 
এ দেশে বারবার গণতন্ত্রকে জবাই করা হয়েছে। মৃত গণতন্ত্রকে বারবার পুনর্জীবন দিয়েছে বিএনপি’, যোগ করেন নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ১৪ ডিসেম্বর যে যড়যন্ত্র করা হয়েছিল, এর মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখা যায়নি।
জনপ্রিয়

যশোরে অগ্রণী ব্যাংকের কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

আ. লীগ ১৭ বছর বুদ্ধিবৃত্তিক বিনাশ করেছে: সালাহউদ্দিন আহমদ

প্রকাশের সময় : ০৫:০২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

স্বাধীনতার চেতনার নামে আওয়ামী লীগ ১৭ বছর ধরে বুদ্ধিবৃত্তিক বিনাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলেচনা সভায় তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ১৪ ডিসেম্বর বাংলাদেশকে মেধাহীন করার ষড়যন্ত্র পাকিস্তানি বাহিনী, রাজাকার, আলবদররা করেছিল। তাতে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু মেধাশূন্য হয়ে যায়নি।

 আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপির এ নেতা বলেন, ১৭ বছর মুক্তিযুদ্ধের কথিত ধারক দলটি স্বাধীনতার চেতনার নামে বুদ্ধিবৃত্তিক বিনাশ করেছে সিস্টেম্যাটিকলি। পুরো জাতিকেই মেধাহীন করার প্রয়াস নিয়েছিল তারা। আওয়ামী লীগ বিনাশ করেছে, আমরা বুদ্ধিবৃত্তিক বিকাশ করতে চাই।
 
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, যড়যন্ত্রকারীরা আমাদের দেশে যারা ফ্যাসিবাদবিরোধী লড়াই করেছে, তাদের হত্যার চেষ্টা করছে। এটা প্রতিরোধ করা না গেলে সাথীদের রক্ত দান ব্যর্থ হয়ে যাবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন ছাড়া যেমন উপায় নেই, তেমনি শান্তিপূর্ণ পরিস্থিতি না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
 
এ দেশে বারবার গণতন্ত্রকে জবাই করা হয়েছে। মৃত গণতন্ত্রকে বারবার পুনর্জীবন দিয়েছে বিএনপি’, যোগ করেন নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ১৪ ডিসেম্বর যে যড়যন্ত্র করা হয়েছিল, এর মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখা যায়নি।