সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে মুদি ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই, প্রতিবাদে সড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রকাশ্যে এক মুদি ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে এলাকায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী আশাদুল ইসলাম (৩৪) ওই এলাকার একজন মুদি ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আশাদুল ইসলাম নিজ দোকান থেকে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে ৪ লাখ টাকা ছিনিয়ে নেয় এবং দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনার পরপরই স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে সড়ক অবরোধ করলে ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। প্রশাসনের আশ্বাসে পরে অবরোধ প্রত্যাহার করা হয়।
ভুক্তভোগী আশাদুল ইসলাম জানান, ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পৌর যুবদলের সদস্য সচিব তৌকির আহমেদ স্বপনসহ প্রান্ত, তানভীর ও আরাফাত দেশীয় অস্ত্রের মুখে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। তিনি এ বিষয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক অবরোধের কারণে সাময়িকভাবে পরিস্থিতি উত্তপ্ত হলেও প্রশাসনের হস্তক্ষেপে তা স্বাভাবিক করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জনপ্রিয়

রাঙ্গুনিয়া হানাদারমুক্ত দিবস আজ

সিরাজগঞ্জে মুদি ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই, প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশের সময় : ১০:০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রকাশ্যে এক মুদি ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে এলাকায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী আশাদুল ইসলাম (৩৪) ওই এলাকার একজন মুদি ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আশাদুল ইসলাম নিজ দোকান থেকে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে ৪ লাখ টাকা ছিনিয়ে নেয় এবং দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনার পরপরই স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে সড়ক অবরোধ করলে ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। প্রশাসনের আশ্বাসে পরে অবরোধ প্রত্যাহার করা হয়।
ভুক্তভোগী আশাদুল ইসলাম জানান, ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পৌর যুবদলের সদস্য সচিব তৌকির আহমেদ স্বপনসহ প্রান্ত, তানভীর ও আরাফাত দেশীয় অস্ত্রের মুখে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। তিনি এ বিষয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক অবরোধের কারণে সাময়িকভাবে পরিস্থিতি উত্তপ্ত হলেও প্রশাসনের হস্তক্ষেপে তা স্বাভাবিক করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।