সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোর প্রতিনিধি

যশোর–বেনাপোল মহাসড়কে ঝিকরগাছা উপজেলায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় বিপ্লব (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক দূইটার দিকে ঝিকরগাছার চারাতলা এলাকার মহিদুল তেল পাম্পের সেলিম ট্রাক সার্ভিসিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি গ্রামের খালেকের ছেলে। তিনি যশোর-ল-১৫-৪৩১৭ নম্বরের কালো রঙের একটি পালসার মোটরসাইকেলযোগে যশোর–বেনাপোল মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি অজ্ঞাতনামা গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী আকরাম হোসেন ও তাওহিদসহ স্থানীয়রা জানান,দুর্ঘটনার পরপরই বিপ্লবকে উদ্ধার করার চেষ্টা করা হলেও ততক্ষণে তিনি মারা যান। খবর পেয়ে নাভারন হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।

এ ঘটনায় নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মহসিন অফিসার ইনচার্জ মোঃ মহসিন বলেন এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময় : ০২:৩১:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

যশোর প্রতিনিধি

যশোর–বেনাপোল মহাসড়কে ঝিকরগাছা উপজেলায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় বিপ্লব (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক দূইটার দিকে ঝিকরগাছার চারাতলা এলাকার মহিদুল তেল পাম্পের সেলিম ট্রাক সার্ভিসিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি গ্রামের খালেকের ছেলে। তিনি যশোর-ল-১৫-৪৩১৭ নম্বরের কালো রঙের একটি পালসার মোটরসাইকেলযোগে যশোর–বেনাপোল মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি অজ্ঞাতনামা গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী আকরাম হোসেন ও তাওহিদসহ স্থানীয়রা জানান,দুর্ঘটনার পরপরই বিপ্লবকে উদ্ধার করার চেষ্টা করা হলেও ততক্ষণে তিনি মারা যান। খবর পেয়ে নাভারন হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।

এ ঘটনায় নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মহসিন অফিসার ইনচার্জ মোঃ মহসিন বলেন এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।