মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে মধ্যরাতে বিএনপি সদস্যের বাড়িতে বোমা হামলা

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৯:২৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
যশোর অফিস 
যশোর শহরের পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বকচর শংকরপুর বিএনপির এক সদস্যের বাড়িতে মধ্যরাতে বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতেএ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. মহসিন হোসেন জানান তিনি দীর্ঘদিন ধরে নিজ এলাকায় মাদকবিরোধী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তার দাবি, এই কারণেই তাকে ও তার পরিবারকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে ভয়ভীতি ও হামলার ঘটনা ঘটানো হয়েছে।
তিনি আরও বলেন, কয়েকদিন আগে তার বাড়ির সীমানার দক্ষিণ পাশে ঝোপঝাড়ের মধ্যে কয়েকজন মুখোশধারী ব্যক্তি দেশি-বিদেশি ধারালো অস্ত্র রাখার চেষ্টা করে। ওই সময় তিনি বাড়িতে না থাকলেও তার স্ত্রী বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা পরিবারকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেয়।
রবিবার মধ্যরাতে সেই ঘটনার ধারাবাহিকতায় দুর্বৃত্তরা তার বাড়ির সামনে একটি বোমা নিক্ষেপ করে বলে অভিযোগ করেন মহসিন হোসেন।
প্রতিবেশী ওয়াহিদ জানান,রাতের নীরবতা ভেঙে হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি মহসিনের বাড়ির সামনে বারুদের ঝাঁঝালো গন্ধ পান। তার ভাষ্যমতে, কয়েকজন যুবক এসে বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
এলাকাবাসীরা জানান,মহসিন হোসেন একজন সামাজিক ও প্রতিবাদী মানুষ। তার ওপর এ ধরনের নেক্কারজনক হামলার ঘটনায় তারা তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল তদন্ত-পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়

মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

যশোরে মধ্যরাতে বিএনপি সদস্যের বাড়িতে বোমা হামলা

প্রকাশের সময় : ০৯:২৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
যশোর অফিস 
যশোর শহরের পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বকচর শংকরপুর বিএনপির এক সদস্যের বাড়িতে মধ্যরাতে বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতেএ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. মহসিন হোসেন জানান তিনি দীর্ঘদিন ধরে নিজ এলাকায় মাদকবিরোধী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তার দাবি, এই কারণেই তাকে ও তার পরিবারকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে ভয়ভীতি ও হামলার ঘটনা ঘটানো হয়েছে।
তিনি আরও বলেন, কয়েকদিন আগে তার বাড়ির সীমানার দক্ষিণ পাশে ঝোপঝাড়ের মধ্যে কয়েকজন মুখোশধারী ব্যক্তি দেশি-বিদেশি ধারালো অস্ত্র রাখার চেষ্টা করে। ওই সময় তিনি বাড়িতে না থাকলেও তার স্ত্রী বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা পরিবারকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেয়।
রবিবার মধ্যরাতে সেই ঘটনার ধারাবাহিকতায় দুর্বৃত্তরা তার বাড়ির সামনে একটি বোমা নিক্ষেপ করে বলে অভিযোগ করেন মহসিন হোসেন।
প্রতিবেশী ওয়াহিদ জানান,রাতের নীরবতা ভেঙে হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি মহসিনের বাড়ির সামনে বারুদের ঝাঁঝালো গন্ধ পান। তার ভাষ্যমতে, কয়েকজন যুবক এসে বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
এলাকাবাসীরা জানান,মহসিন হোসেন একজন সামাজিক ও প্রতিবাদী মানুষ। তার ওপর এ ধরনের নেক্কারজনক হামলার ঘটনায় তারা তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল তদন্ত-পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।