মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় গুলিতে নিহত যশোরের শীর্ষ সন্ত্রাসী সাগর

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৯:৩৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

প্রতীকী ছবি

যশোর অফিস 
খুলনায় গুলিতে নিহত হয়েছেন যশোরের শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাগর শেখ। রোববার রাত সাড়ে ১০টার দিকে খুলনার রূপসা সেতুর পূর্ব পাশে জাপুসা এলাকার একটি চৌরাস্তায় তাকে গুলি করে হত্যা করা হয়।
নিহত সাগর শেখ যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার বাসিন্দা ফয়েজ শেখের ছেলে। পুলিশ জানায়, ঘটনাস্থলে তার মাথা ও হাঁটুতে গুলির চিহ্ন পাওয়া গেছে। স্থানীয় এক বাসিন্দার ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর জানান, নিহত ব্যক্তি ওই এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করেছিলেন। তবে কারা কী কারণে তাকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ও র‍্যাব সূত্র জানায়,সাগর শেখ হত্যা, ডাকাতি,অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ মোট ১৯টি মামলার আসামি ছিলেন। তার ভাই রমজান শেখও চিহ্নিত সন্ত্রাসী ছিলেন, যিনি ২০২৪ সালের মার্চে খুন হন। সাগর সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে আবার রূপসা এলাকায় অবস্থান করছিলেন।
হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে।
জনপ্রিয়

মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

খুলনায় গুলিতে নিহত যশোরের শীর্ষ সন্ত্রাসী সাগর

প্রকাশের সময় : ০৯:৩৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
যশোর অফিস 
খুলনায় গুলিতে নিহত হয়েছেন যশোরের শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাগর শেখ। রোববার রাত সাড়ে ১০টার দিকে খুলনার রূপসা সেতুর পূর্ব পাশে জাপুসা এলাকার একটি চৌরাস্তায় তাকে গুলি করে হত্যা করা হয়।
নিহত সাগর শেখ যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার বাসিন্দা ফয়েজ শেখের ছেলে। পুলিশ জানায়, ঘটনাস্থলে তার মাথা ও হাঁটুতে গুলির চিহ্ন পাওয়া গেছে। স্থানীয় এক বাসিন্দার ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর জানান, নিহত ব্যক্তি ওই এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করেছিলেন। তবে কারা কী কারণে তাকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ও র‍্যাব সূত্র জানায়,সাগর শেখ হত্যা, ডাকাতি,অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ মোট ১৯টি মামলার আসামি ছিলেন। তার ভাই রমজান শেখও চিহ্নিত সন্ত্রাসী ছিলেন, যিনি ২০২৪ সালের মার্চে খুন হন। সাগর সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে আবার রূপসা এলাকায় অবস্থান করছিলেন।
হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে।