
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ থানার মামলা নং- ১১, তারিখ- ১১/০৯/২০২৫খ্রিঃ, জিআর নং- ১১৪/২৫ (কমল); ধারা- ৩০২/৩৪ পেনাল কোড।
পিবিআই মৌলভীবাজার জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জাফর হোসেন (পিপিএম সেবা) সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ ডালিম আহম্মেদের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ সাজিদুল হক, এসআই (নিরস্ত্রঃ) শাহ মোকাদ্দির হোসেন সঙ্গীয় ফোর্সসহ সোমবার (১৫ই ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর উপজেলার বেড়ীরপার এলাকা হতে সূত্রোক্ত মামলার ঘটনায় জড়িত আসামি শাকিল আহমদ (২৫), পিতা-মৃত মছব্বির মিয়া প্রকাশ আব্দুস সালাম, মাতা-রিনা বেগম মৌলভীবাজারের কমলগঞ্জের বৃন্দাবনপুর (পশ্চিম নন্দগ্রাম) গ্রেপ্তার করেন। উক্ত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সূত্রোক্ত মামলার ভিকটিম মোঃ লিটন মিয়া (২৫), পিতা-মোঃ ছাত্তার মিয়া, মাতা-ফুল বেগম, সাং-নন্দগ্রাম (পশ্চিম), থানা-কমলগঞ্জ, জেলা- মৌলভীবাজারকে গত (৮ই নভেম্বর) রাত প্রায় ১১টার অপরাপর আসামিদের সহযোগিতায় হত্যা করেছে মর্মে স্বীকার করে।
উল্লেখ্য; যে সূত্রোক্ত মামলায় ধৃত শাকিল আহমদ এর আপন বড়ভাই শামীম আহমদ (৩৪), পিতা-মৃত মছব্বির মিয়া, মাতা-রিনা বেগম, সাং-বৃন্দাবনপুর (পশ্চিম নন্দগ্রাম), থানা-কমলগঞ্জ, জেলা-মৌভলীবাজারকে গত ১৫ই নভেম্বর সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তিনি সেচ্ছায় ভিকটিম লিটন হত্যার দায় স্বীকার করে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক দোষারোপ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। উক্ত দোষারোপ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোমবার ১৫ ডিসেম্বর গ্রেপ্তারকৃত আসামি শাকিল আহমদ সহ আরো অন্যান্য আসামিরা ঘটনার সহিত জড়িত আছে মর্মে উল্লেখ রয়েছে। গ্রেপ্তারকৃত আসামি শাকিল আহমদকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: 







































