
যশোর প্রতিনিধি
যশোর জেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে যশোর শহরের শামস উল হুদা স্টেডিয়ামে এ কর্মসূচি শুরু হয়, যা উৎসবমুখর পরিবেশে চলমান ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোঃ আশেক হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার উপ-পরিচালক ও পৌর প্রশাসক মোঃ রফিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’আহসান হাবীবসহ জেলা প্রশাসন,পুলিশ বিভাগ ও অন্যান্য সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কুচকাওয়াজ ও ডিসপ্লেতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠান,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরের সদস্যরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের সুশৃঙ্খল কুচকাওয়াজ ও নান্দনিক প্রদর্শনী দর্শকদের দৃষ্টি কেড়ে নেয়।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি মহান বিজয় দিবসের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
যশোর প্রতিনিধি 






































